আমি তো সেই ঘরের মালিক নই।।

1 0 0
                                    

পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই।।

সেই ঘরখানা যার জমিদারি
আমি পাই না তাহার হুকুমদারী
আমি পাই না জমিদারের দেখা
মনের দুঃখ কারে কই।।

জমিদারের ইচ্ছামত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে না রে
দুঃখ বারো মাস।।

আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম
আমি চলি যে তার মন জোগাইয়া
দাখিলায় মেলে না সই।।

রসিকের আত্তার খোরাক। গানই জ্ঞান।Donde viven las historias. Descúbrelo ahora