আমার ভাঙ্গা ঘরে ভাঙ্গা চালা ভাঙ্গা বেড়ার ফাঁকে
অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়াইয়া ডাকে
হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না ।।তুমি আমায় ডাকলা না গো তুমি রইলা দূরে
তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে
হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা নাঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই
হাত ভর্তি চান্দের আলো ধরতে গেলে নাই
হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না
STAI LEGGENDO
রসিকের আত্তার খোরাক। গানই জ্ঞান।
Poesiaশুধুমাত্র রসিক মানুষদের জন্য এই ক্ষুদ্র প্রয়াস। রসিক না হলে পড়বেন না। মানে না বুঝলে পড়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। বই পড়ে সময় নষ্ট করার পক্ষে নই তাই অল্প কথায়ই গল্প কই।