তুমি হায় বুঝবে কি ছাই
ফুরফুরে দিন কেটে যায়,
তুমি আর বুঝবে কি ভাই
ফুরফুরে দিন কেটে যায়,
বোঝাচ্ছ স্বাধীনতার মানে. .
যে অধীন দিনে রাতে,
বুলেটে যে বুক পাতে
সে বুঝেছে স্বাধীনতার মানে।তুমি হায় বুঝবে কি ছাই
গান গেয়ে দিন কেটে যায়,
বোঝাচ্ছ স্বাধীনতার মানে।
যে অধীন দিনে রাতে
বুলেটে যে বুক পাতে
সে বুঝেছে স্বাধীনতার মানে।
সে বুঝেছে খাঁচায় থেকে,
গরাদ ভাঙায় কী দম লাগে
লাগে কতো রক্ত কতো ঘাম. .
স্লিম জিমে ফেলে আসি ঘাম
ফরেন জিন্স কিনতে দিই দাম
স্বাধীনতার কেন বদনাম?তুমি হায় বুঝবে কি ছাই
ফুরফুরে দিন কেটে যায়,
তুমি হায় বুঝবে কি ছাই
গান গেয়ে দিন কেটে যায়,
বোঝাচ্ছ স্বাধীনতার মানে. .
যে অধীন দিনে রাতে
বুলেটে যে বুক পাতে
সে বুঝেছে স্বাধীনতার মানে।পাড়ার নালায় লাশ ভাসলে,
পারাবারে ভাসাই জাহাজ
বিপ্লব ঘর-ছাড়া এক পাখি।
বাঁচলে পাখি তারই ঠোঁটে
খাবে ধান যেমন জোটে
দান ধ্যান, জ্ঞান বোল হাঁকি।
মন তার যতোই না চায়
যে পাখির বাঁচাই খাঁচায়
সেই বোঝে ভাঙা কতো কঠিন।তুমি হায় বুঝবে কি ছাই
ফুরফুরে দিন কেটে যায়,
তুমি হায় বুঝবে কি ছাই
শান্তিতে দিন কেটে যায়,
স্বাধীন থাকা তোমার রোজের রুটিন স্বাধীন থাকা আমার রোজের রুটিন স্বাধীন থাকা তোমার রোজের রুটিন স্বাধীন থাকা আমার রুটিন।
KAMU SEDANG MEMBACA
রসিকের আত্তার খোরাক। গানই জ্ঞান।
Puisiশুধুমাত্র রসিক মানুষদের জন্য এই ক্ষুদ্র প্রয়াস। রসিক না হলে পড়বেন না। মানে না বুঝলে পড়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। বই পড়ে সময় নষ্ট করার পক্ষে নই তাই অল্প কথায়ই গল্প কই।