116 15 1
                                    

মাঝে মাঝে কবিতা লেখার কিছু খুজে পাইনা,
অনেক আকাশ খুজেও বুঝিনা কিভাবে সূয্যাস্তের কোমল রুপটা তুলে ধরব,
বুঝিনা কি করে সাগরের গভীরতার পরিচয় দেব,
গোলাপের সৌন্দর্যের বর্ননা দেওয়ার উপযুক্ত শব্দ খুজে পাইনা,
রোজ এরোকম কত অনুভুতি আসে আমার মনে,
আবার কত যে অনুভুতি হারিয়ে যায় শব্দের অভাবে,
মাঝে মাঝে কোনোটাই বাধতে পারিনা ছন্দের মায়াজালে,
তখন সুধু অনুভুতিগুলোই লিখে যাই কাগজে কলমে,
কোনো ছন্দ নেই, নেই কোনো শব্দের মিল,
সেই থেকেই অনেক সময় আমার অজান্তেই একটা কবিতা তইরি হয়ে যায়,
যেমন এই কবিতাটা।।

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ভালো লাগলে please vote আর comment করবেন।

কবিতার খাতাWhere stories live. Discover now