Hello বন্ধুরা।
আজ একটা মজার কবিতা আপনাদের জন্যে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
স্বপ্নদেশের স্বপ্নপুরি ছাড়তে যে আর মন করেনা,
সূর্য কখন উদয় হল, তবুও যে আর ঘুম ভাঙেনা,
মা বলে মধুর সুরে "ওঠরে বাবা খাবি কখন?
এখন যদি না উঠিস তো বাবা এলে বুঝবি তখন।"
"খাবো খনে তুমি আমায় ১০টা মিনিট ঘুমোতে দাও।
সাত সকালে উঠিয়ে আমায় বলতো তুমি কি সুখ পাও!"
চলে গেল মা রান্নাঘরে, এবার একটু শান্তি পাই,
খানিক পরেই ঢুকল বাবা, আর তো আমার রক্ষে নাই!
"এখোনো যে ঘুমিয়ে আছিস পড়াশোনা নেই কি তোর!?
দম-দমা-দম লাগিয়ে পিঠে ভাঙছি তোমার ঘুমের ঘোর!"
"এই তো বাবা উঠছিলামি, ঘুম ভেঙেছে অনেক আগে।
দখো কত বেলা হল, এ সময় কি মানুষ জাগে!". . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ভালো লোগলে please comment আর vote করবেন।
YOU ARE READING
কবিতার খাতা
Poetryআমাদের আশেপাশে এমন অনেক ছটোছটো ঘটনা ঘটে যেগুলোকে আমরা গুরুত্ব দিইনা, অনেক অনুভূতি থাকে আমাদের মনে যেগুলো নানা কারনে আমরা অবহেলা করি, ভুলে যাওয়া বহু স্মৃতি জমে থাকে অতীতে। অনেক মুহূর্ত আসে আমাদের জীবনে যেগুলো দাগ কেটে যায় আমাদের মনে। প্রকৃতির সৌন্দর্...