56 7 0
                                    

Hello বন্ধুরা।

আজ একটা মজার কবিতা আপনাদের জন্যে।

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

স্বপ্নদেশের স্বপ্নপুরি ছাড়তে যে আর মন করেনা,
সূর্য কখন উদয় হল, তবুও যে আর ঘুম ভাঙেনা,
মা বলে মধুর সুরে "ওঠরে বাবা খাবি কখন?
এখন যদি না উঠিস তো বাবা এলে বুঝবি তখন।"
"খাবো খনে তুমি আমায় ১০টা মিনিট ঘুমোতে দাও।
সাত সকালে উঠিয়ে আমায় বলতো তুমি কি সুখ পাও!"
চলে গেল মা রান্নাঘরে, এবার একটু শান্তি পাই,
খানিক পরেই ঢুকল বাবা, আর তো আমার রক্ষে নাই!
"এখোনো যে ঘুমিয়ে আছিস পড়াশোনা নেই কি তোর!?
দম-দমা-দম লাগিয়ে পিঠে ভাঙছি তোমার ঘুমের ঘোর!"
"এই তো বাবা উঠছিলামি, ঘুম ভেঙেছে অনেক আগে।
দখো কত বেলা হল, এ সময় কি মানুষ জাগে!"

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ভালো লোগলে please comment আর vote করবেন।

You've reached the end of published parts.

⏰ Last updated: Apr 15, 2016 ⏰

Add this story to your Library to get notified about new parts!

কবিতার খাতাWhere stories live. Discover now