54 5 0
                                    

তোকে ছারা কোনোরকম কেটে যাচ্ছে দিনগুলি,
এখন আর আগের মতো কষ্ট হয়না,
তোর সেই অনুপস্থিতি এক ধ্রুবকের মতো হয়ে আছে আমার জীবনে,
দিন আসে, দিন যায়, মাস, বছর,
কিন্তু সেই শূন্যতা রয়েই গেছে।

আজ আর অতোটাও মনে পরেনা তোকে।

বর্ষাকালে তোর কথা বেশি মনে পরে,
সেই গা শিহরান ঠান্ডা হাওয়া আমার সেই একাকিত্ব মনে করায়,
কালো ঘন মেঘের ছায়ায় আবার নিরুপায় অনুভব হয়,
বিদ্যুতের গর্জন যেন আমার হৃদয়ের আর্তনাদ,
ঝম ঝম বৃষ্টিটা চখের জল,
আর ঝরে পরা পাতাগুলো যেন তোর দুরে সরে যাওয়া।

কিন্তু তাও আমার বৃষ্টি ভালো লাগে,
বৃষ্টিতে ভিজতে ভালো লাগে,
মনটা যেন খুব হালকা হয়ে যায়,
জানিস কেনো?
কারণ বৃষ্টি থেমে গিয়ে যখন এফ পরিষ্কার আকাশে সূর্য ওঠে,
তখন সেই আলোয় আমি আবার আশা খুজে পাই।।

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ভালো লাগলে please vote আর comment করবেন।

কবিতার খাতাWhere stories live. Discover now