হ্যালো বন্ধুরা।
এই কবিতাটা একটি বহুপরিচিত গল্প থেকে অনুপ্রেরিত হয়ে লেখা। আপনারা কি পারবেন গল্পটি চিনতে?
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
বহুদিন কেটে গেছে তন্দ্রায়
বহু সতাব্দি কাটিয়েছি আমি ঘুমের ঘোরে
নিঃস্তেজ নিঃসপ্রান এক মৃতদেহের মতো
কেবল হৃদকম্পনটি আমার অস্তিত্তের একমাত্র প্রমান।এই অভষপ্ত স্বপ্নপুরিও যেন এরতে পারলনা সময়ের অবিচার
চারিদিক ধুলোময়, নিঃশব্দে বারছে দেয়ালে বনলতার দল
নিঃস্তরঙ্গ সরোবর আজ ঢেউয়ের অভাবে
উঠান জুরে এক বহু পুরাতন বটবৃক্ষের ছায়া
নিঃস্তেজ তার ডালের প্রতিটি পাতা।অনেক ঘুমিয়েছি আমি
আমাকে এবার জাগতে হবে
এই ঘুমপারানি নিঃস্তব্ধতা ভাঙতে হবে
তন্দার মায়াজাল শরাতে হবে
বহুদিন আমি ঘুমিয়ে আছি
এবার যে আমায় জাগতেই হবে।।. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ভালো লাগলে please vote আর comment করবেন।

YOU ARE READING
কবিতার খাতা
Poetryআমাদের আশেপাশে এমন অনেক ছটোছটো ঘটনা ঘটে যেগুলোকে আমরা গুরুত্ব দিইনা, অনেক অনুভূতি থাকে আমাদের মনে যেগুলো নানা কারনে আমরা অবহেলা করি, ভুলে যাওয়া বহু স্মৃতি জমে থাকে অতীতে। অনেক মুহূর্ত আসে আমাদের জীবনে যেগুলো দাগ কেটে যায় আমাদের মনে। প্রকৃতির সৌন্দর্...