239 16 6
                                    

অনেক রাত হল,
চাঁদের স্নীগ্ধ আলো যেন আধারের রূপ আরো ফুটিয়ে তুলেছে,
গাছের পাতার ফাকে চাদের আলোর লুকোচুরি খেলা,
চাঁদকে আড়াল করে কতো কতো মেঘের ভেসে যাওয়া,
ঝিঝি পোকার সাথে মিলে যাওয়া হাওয়ার সেই শোশো আওয়াজ,
সব মিলিয়ে রাতের শান্ত প্রকৃতিকে যেন আরো রহস্যময় করে তুলেছে,
অন্ধকারের সৌন্দর্য্য যেন তারা আরো বারিয়ে দিয়েছে।

এই রাত্রীর মায়াজালে আজ সমস্ত পৃথিবী নিঃস্তব্ধ,
না আছে পাখিদের গান, না আছে মানুষের কলোরব,
অভিশপ্ত স্বপ্নপূরীর মতো আজ সমস্তই নিঃস্তেজ - ঘুমন্ত,
জেগে আছি কেবল আমি,
আর এই নিঃস্তব্ধতা।।

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ভালো লাগলে please vote আর comment করবেন।

কবিতার খাতাWhere stories live. Discover now