98 8 0
                                    

কি জানি কি আছে মনের গভীরে,
ব্যার্থতার আঘাতে ভেঙে যাওয়া কিছু স্বপ্ন,
নাকি চোখের জলে ভেসে যাওয়া কিছু স্মৃতি,
মাঝে মাঝে ভালোবাসায় প্রতারিত হৃদয়ের নিঃশব্দ আর্তনাদ শোনা যায়,
আর সেই আর্তনাদকে চুপ করাতে এগিয়ে আসে কিছু টুকরো মনবল,
আবার সেই টুকরো মনবল অনেক সময় পথ চলতে এগিয়ে যায়,
আর পাশে হেটে চলে ছায়ার মতো নিরবে একাকিত্ততা,
দূই মিলে নিজের অজান্তেই হেটে চলে মনের গভীরে, আরো গভীরে,
এতটাই গভীরে যে জোনাকির মতো উজ্জল আশাগুলিও সেই অন্ধকারকে হার মানাতে পারেনা।।

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ভালো লাগলে please vote আর comment করবেন।

কবিতার খাতাTempat cerita menjadi hidup. Temukan sekarang