নিজের ভালোবাসার মানুষকে দুর থেকে দেখার অনুভূতিটাই আলাদা হয়।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
চুপি চুপি দেখব তোমায়, দূর থেকে,
তোমায় পাওয়ার আশা নেই আমার মনে,
আবার কোনো নতুন নেশা লাগাতে চাইনা আমি,
তোমায় দূর থেকেই ভালোবেসেছি, দূর থেকেই ভালোবাসব।
ক্ষনিকের অতিথি কেবল আমারা এ জগতে,
আজ এসেছি, কাল তো যেতেই হবে,
তবু যেকটা দিন আছি তোমার সাথে একটু সময় কাটাতে চাই,
কিছু মধুর স্মৃতি সথে নিয়ে যেতে চাই,
আমি তোমায় আমার নয়, তোমার মতো করে পেতে চাই।।. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ভালো লাগলে please vote আর comment করবেন।

KAMU SEDANG MEMBACA
কবিতার খাতা
Puisiআমাদের আশেপাশে এমন অনেক ছটোছটো ঘটনা ঘটে যেগুলোকে আমরা গুরুত্ব দিইনা, অনেক অনুভূতি থাকে আমাদের মনে যেগুলো নানা কারনে আমরা অবহেলা করি, ভুলে যাওয়া বহু স্মৃতি জমে থাকে অতীতে। অনেক মুহূর্ত আসে আমাদের জীবনে যেগুলো দাগ কেটে যায় আমাদের মনে। প্রকৃতির সৌন্দর্...