Hello বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
এই কয়েকদিন আমি একটু ব্যাস্ত হয়ে পরেছিলাম, তাই update করতে পারিনি।তো তাই আজ আপনাদের সাথে একটি খুব কাছের কবিতা share করছি।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ঝড়,
চুপটি করে এলো, আবার তেমনি চলে গেল,
আমার গোছানো মনকে অগোছালো করে দিয়ে গেল,
শান্ত স্থীর স্রোতের বদলে আজ উত্তেজনার ঢেউ বইছে,
সব কেবল একটি স্পর্ষে,
ঝড়।ঝড়,
তোমার চোখের চাহনি আজ তিরের মতো বিধছে আমার বুকে,
তোমার অস্রুফোটায় আজ নিজের পরাজয় দেখতে পাচ্ছি,
তোমার মলীন মুখে মিথ্যে হাসি,
মনের চিৎকার করে কেবল একটিবার বলতে চাওয়া,
ভালোবাসি তোমায়,
ঝড়।ঝড়,
সূর্যাস্তের সাথে শেষ হলো কিছু মূহুর্ত,
থেমে গেল ঝড়, নেমে গেল সব ঢেউ,
রয়ে গেল পিছে আহোত পরাজিত এবং বিচলিত মন,
আমার,
ঝড়।।. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ভালো লাগলে please vote আর comment করবেন।

YOU ARE READING
কবিতার খাতা
Poetryআমাদের আশেপাশে এমন অনেক ছটোছটো ঘটনা ঘটে যেগুলোকে আমরা গুরুত্ব দিইনা, অনেক অনুভূতি থাকে আমাদের মনে যেগুলো নানা কারনে আমরা অবহেলা করি, ভুলে যাওয়া বহু স্মৃতি জমে থাকে অতীতে। অনেক মুহূর্ত আসে আমাদের জীবনে যেগুলো দাগ কেটে যায় আমাদের মনে। প্রকৃতির সৌন্দর্...