77 7 2
                                    

হ্যালো বন্ধমুরা। আপনারা সবাই কেমন আছেন? আসা করি ভালো।
এই কবিতাটি একটি মেয়ের দৃষ্টিভঙ্গীতে লেখা। তো সেটা একটু খেয়াল রাখবেন।
এনজয়। আমার কবিতাগুলো আপনাদের ভালো লাগলে প্লীজ ভোট করবেন। ধন্যবাদ।

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

মনে আছে সেই দিনটা?
যেদিন আমি বলেছিলাম আমার মনের কথা
বলেছিলাম, আমি তোমায় ভালোবাসি
আর তুমি তখনই আমায় গ্রহন করলে।

মনে আছে আমাদের সেই প্রথম বৃষ্টি ভেজা?
হাতে হাত রেখে, চোখে চোখ রেখে
হাজার জলকনার থেকেও বেশি ভেজা ছিলো
তোমার ঠোটের ছোয়া।

মনে আছে আমাদের একসাথে কাটানো সেই প্রথম রাত?
হাল্কা চাদের আলোয় আলোকিত ঘরে
আমার সর্বাঙ্গ স্পর্ষ করেছিলে তুমি
ভুলিয়ে দিয়েছিলে আমায় সমাজের সকল বাধা, বারন।

হঠাৎ চমকে উঠি কোকিলের কুহু কুহু ডাকে
সকালের সূর্য্য কীরণে আলোময় হয়ে গেছে সারা ঘরটা
এক ঠান্ডা হাওয়া বইছে, কি জানি কোথা থেকে
চেয়ে দেখি, তুমি নাই কোথাও।।

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ভালো লাগলে please vote আর comment করবেন।

কবিতার খাতাWhere stories live. Discover now