ড্যাবতলীর ডাব vs মূত্রথলীর চাপ

191 34 17
                                    

_এ ভাই এইটা কি গ্যাপতলীর বাস?
_নাহ, মালিকের!
_মানে, গ্যাপতলী যাবে?
_না না, গাবতলি যাবেনা
_হেত!!...কে কইল যাবেনা, আগেরটা তো গেইল!

এই বলেই বাসে উঠে গেল লোকটা, সাংঘাতিক মেজাজ খারাপ হয়ে গেল, আমাকে কি জন্যে জিজ্ঞেসা  করল তাইলে?
বসল আমারই পাশে,
বুঝার বাকি নাই এই বান্দা বহুত যন্ত্রণা দিবে

বাস ছাড়ার প্রতি দুই মিনিট পর পর কাঁধ ধরে ঝাকি দিয়ে,
"ওয় ভায়, গ্যাপতলী আইছি?

বিরক্তির চরমে উঠে যাচ্ছি, কাঁধ ছোওয়ার আগেই উত্তর দিছি "গাবতলী না এইটা!!"
তবু লাভ হয়না, ঝাকুনি দিবেই..
"আইনাই তালে! নয়?

বেশ কিছুক্ষন পর বাস থেমে গেল, জ্যাম!!

হঠাৎ চোখে চোখ পড়তেই লোকটা বিশাল হাসি ফুটিয়ে ভুরু উঠিয়ে বাইরে ইঙ্গিত করল!
আমি তাকিয়ে দেখলাম কয়টা নারিকেল গাছ ছাড়া আর কিছুই না..
"কি হইছে, সমস্যা কি"
লোকটা ভুরু উঠায় আগের মত বিব্রতকর সেই ইন্গিত করে..
"ড্যাবতলী!!"
আমি সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলাম
"ওহ গড"

একটা পিচ্চির কাছ থেকে ৩টা ডাব কিনে খেল..

বাস চলছে,
কিছুক্ষন পর,
"এ ভাই ..মোর তো মুত লাগছেরে"
"তো..আমি কি করব"
"ভাই, ফাটি যাবে তো"

মনে মনে বললাম , "ক্যান, ড্যাবতলীর ড্যাব খাইলা..এখন মুত্র থলির চ্যাপ সামলা!!" :D

ভালো লাগলে জানাতে পারেন কমেন্ট বক্সে!!  :D
#শাওন_এরিক

আমাদের তার ছিঁড়া গল্প কাব্যWhere stories live. Discover now