চতুর্থাংশ

73 6 1
                                    


ঝগড়ার পর সভ্য আমার সঙ্গে কথা বলা সম্পূর্ণ বন্ধ রাখলো। এমনকি আমার রুমে আসা অবধি বন্ধ! কিন্তু মজার বিষয় হচ্ছে ও প্রতি রাতে আমার দোলনায় বসে ঘুমোয়।

আমিও আর যেচে পড়ে কথা বলতে যাইনি। এখন আমার পড়াশোনায় ফোকাস করার সময়। কারণ পরিক্ষা আমার দরজায় কড়া নারছে। আগে পরিক্ষাটা শেষ হোক। তারপর অনেক সময় আছে অসভ্যটাকে শিক্ষা দেয়ার।

আমার পরিক্ষার সময় ও কেনো আমাকে মেন্টালি প্রেশারের মধ্যে রাখলো? খবর তো ওর আছেই। আমি অপেক্ষায় রইলাম আমার পরিক্ষাটা শুধু শেষ হোক। তারপর ওর ফাজলামো আমি বের করবো।

অসভ্যটা আমার সাথে কথা না বললে কি হবে? আমার পরিক্ষার হলে যাওয়ার সময় ঠিকই সে প্রতিদিন আমার সাথে যাবে। আবার পরিক্ষা শেষে হওয়া অবধি আমার জন্য অপেক্ষা করবে। তারপর আমাকে সঙ্গে করে নিয়ে বাসায় আসবে।

যাওয়ার সময় বাপির সঙ্গে গাড়িতে গেলেও পরিক্ষা শেষে আসার সময় আমি আর সভ্য রিক্সায় একসাথে আসি। রিক্সায় আসার সময়ও সে আমার সাথে কথা বলবে না। কিন্তু রিক্সার হুড তুলে ঠিকই আমার কটিদেশ চেপে ধরবে। আমি ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ! কিছু বললেও শুনবে না। উল্টো আরো শক্ত করে চেপে ধরবে। অসভ্য ছেলে একটা। এখন মাঝে মাঝে মনে হয় ভুলটা আসলে আমারই। ও যে এতটা অসভ্য হবে আগে জানলে আমি অবশ্যই ওর নাম অসভ্য রাখতাম।

আচ্ছা, তাহলে কি সভ্যতার সভ্য না হয়ে সভ্যতার অসভ্য হতো.?

পুরো দেড় মাস আমার পরিক্ষা চললো। এখন ব্যবহারিক পরিক্ষা চলছে। আর শুধুমাত্র ম্যাথ ব্যবহারিক বাকি আছে মানে শনিবারে পরিক্ষা হয়েই শেষ! কি মজা..! আরেকটা মজার বিষয় হচ্ছে কালকে শুক্রবার এবং সভ্য নামক অসভ্যটার জন্মদিন।

অসভ্য ছেলেটা পুরো দেড় মাস আমার সাথে কথা বলেনি। কিন্তু কথা না বললে কি হবে? উনি ঠিকই আমাকে জ্বালায় মারছে!

মাঝে কয়েক বছর বাদে ছোট থেকে সভ্য আমার জন্মদিনে সব সময় আমাকে সারপ্রাইজ দিয়ে এসেছে। কিন্তু আমি ওকে সারপ্রাইজ দিতে গেলে উল্টো আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই।

সভ্যতার সভ্য ( Sovvotar Sovvo)Where stories live. Discover now