আজ সভ্য দেশে আসছে... আচ্ছা ও কত দিন পর আসছে? তিন বছর...! হ্যাঁ প্রায় তিন বছর পর দেশে আসছে...
এখন সত্যি সংস্কৃতি-সমৃদ্ধি দৌড়য়। দুজনেই হয়েছে হুবহু বাপের মত। কোন অংশে বাপের থেকে কম না। ছোটবেলায় সভ্য যেমন আমাকে জ্বালিয়েছে। এখন তার মেয়েরা বাড়ির সবাইকে জ্বালায়।
মাম্মাম আর ছোটমা, দুজনেই সারাদিন ওদের দুজনের পিছনে পড়ে থাকে। আমাকে কিছুই করতে হয় না। ওদের সব আবদার ওদের নানু-দাদুর কাছে... সাথে সভ্য তো আছেই। এত দূরে থাকার পরেও মেয়ে দুটো আমার থেকে বেশি তাদের বাবার ভক্ত হয়েছে। সারাদিন বাবা বাবা করে বাড়ি মাথায় তুলে রাখে। ভিডিও কলে দুই বোনের ঝগড়া লেগে যায় কে আগে বাবার সাথে কথা বলবে।
আর সভ্য? এখন সে আমার থেকে বেশি তার মেয়েদের সঙ্গে কথা বলার জন্য পাগল। তাদের তিন জনের ভিডিও কলে আমি আউট সাইডার..!
শীত পড়েছে.. এমন একটা শীতেই তো ও আমাদের রেখে গিয়েছিল...!
সভ্য আসবে জন্য আজ অনেক আত্নীয়-স্বজন এসেছে আমার ফ্লাটে। বাপি-মাম্মাম, ছোটবাবা-ছোটমার সাথে অনেকেই এয়ারপোর্টে যাচ্ছে ওকে রিসিভ করতে। সবার সঙ্গে আমার দুই মেয়েও যাচ্ছে তাদের বাবাকে আনতে। কিন্তু আমি যাবো না.. ওর কথা ভাবতেই কেমন একটা খুশি খুশি ভাব আমাকে আচ্ছন্ন করে ফেলছে।
যেখানে আমি চা, কফি আর হালকা নাস্তা ছাড়া কিছুই বানাতে পারতাম না। রান্না ঘরে যেতাম শুধু খাওয়ার জন্য। কালে ভাদ্রে শখ করে এই ওই ডিশ বানানোর চেষ্টা করতাম। সেখানে আজ প্রায় সারাদিন আমি রান্না ঘরে ছিলাম, সভ্যর প্রিয় খাবার গুলোর মধ্যে কয়েকটা নিজ হাতে কারো সাহায্য ছাড়া একা একা রেঁধেছি। এই তিন বছরে নিজের এত পরিবর্তন দেখে আমি নিজেই অবাক...!
সভ্যর পছন্দের ইলিশ পোলাও ও মোরগ পোলাও দুটোই করেছি, সাথে ওর পছন্দের মাছের ডিম ভুনা, চিংড়ির দোপেঁয়াজা, গরুর মাংস ভুনা, ডিম ভুনা, মুরগি ভুনা, কাবাব, ছোট মাছ ভাজি, ফুলকপি আলুর সবজি আর ডেসার্ট হিসেবে পায়েস এবং জর্দা আর ওর অতি প্রিয় ফ্রুট কাস্টার্ড..! ওর অতি পছন্দের দুটি পিঠা, নারিকেল পুলি ও ঝাল মাংস পিঠাও বানিয়েছি।
![](https://img.wattpad.com/cover/289988720-288-k593082.jpg)
ESTÁS LEYENDO
সভ্যতার সভ্য ( Sovvotar Sovvo)
Romanceএকটি মিষ্টি প্রেমের পূর্ণতা পাওয়ার গল্প!💕😊 সভ্যতার সভ্য!💕