সভ্যর জন্মদিন উপলক্ষে আমি গিফট হিসেবে সভ্য আর আমার জন্য সাড়ে চৌদ্দ হাজার টাকা দিয়ে TITAN Couple Watch অনলাইনে অর্ডার করেছিলাম। কাপল ওয়াচ কি আর সবার সামনে সভ্যকে দেওয়া যায়?দুইদিন আগে আমার ফ্রেন্ড অর্পার ঠিকানায় পার্সেল এসেছে। কারণ আমাদের বাসায় আমি না থাকা অবস্থায় পার্সেল এলে এবং সেটা অন্য কারো হাতে পরলে অনেক সমস্যা হবে। এইজন্য অর্পার এড্রেস দিয়েছিলাম।
ঘড়ির বক্সটা নিয়ে আমি বারান্দায় গেলাম। যেয়ে দেখি সভ্য দোলনায় বসে আছে। ওর পড়নে বাদামি রংয়ের ট্রাই-কোয়ার্টার প্যান্ট আর সাদা টিশার্ট। চুলগুলো এলোমেলো হয়ে আছে, কিছু চুল কপালে এসে পড়েছে..
ক্যাডেটে যাওয়ার পর থেকে ওর চুল সব সময় ছোট করেই কাটা থাকে। বাসায় এসে মাত্র আড়াই মাসে চুল গুলো এত বড় হয়ে গেছে? বাহ্!
সভ্যর দৃষ্টি বাহিরের অন্ধকারে স্থির। বড় বড় চোখে ঘন আখিঁ পল্লব! ইশ্! কি সুন্দর! ছেলেদের চোখ এত সুন্দর হবে কেন?
আমি সভ্যর কাছে যেতেই ও আমাকে টেনে নিয়ে ওর কোলে বসিয়ে দিলো।
আমার হাতে বক্স দেখে ওই-ই প্রথমে বললো,
-- 'এটা আমার গিফট?'-- 'হুঁ!'
-- 'দাও দেখি।'
-- 'উঁহু! ক্লোজ ইয়োর আইস।'
-- 'আবার চোখ বন্ধ করতে হবে কেনো? প্লিজ জান দেখি না!'
-- 'না হবে না। আগে চোখ বন্ধ করো। না হয় আমি দিবো না।'
-- 'পারো তো শুধু আমাকে ব্লাকমেল করতে।'
-- 'ও আচ্ছা! আমি ব্লাকমেল করি? ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি।'
-- 'এই না না! এই দেখো আমি চোখ বন্ধ করছি।'
সভ্য সত্যি সত্যি ওর চোখ বন্ধ করে আছে।
আমি ওকে বললাম,
-- 'নো চিটিং।'ও মুখ ভ্যেংচিয়ে বললো,
-- 'ইশ্! চিটিংবাজ আবার বলে নো চিটিং!'-- 'সওওভভভ্য!!'
-- 'ওকে ওকে আ'ম স্যরি জান। আমি আর কিছু বলবো না। দাও আমার গিফট দাও।'
![](https://img.wattpad.com/cover/289988720-288-k593082.jpg)
ESTÁS LEYENDO
সভ্যতার সভ্য ( Sovvotar Sovvo)
Romanceএকটি মিষ্টি প্রেমের পূর্ণতা পাওয়ার গল্প!💕😊 সভ্যতার সভ্য!💕