পরের দিন সকাল সাড়ে নয়টার পর সভ্য বাসায় এলো। আমি তখন মাম্মাম আর ছোটমার রান্না করা খাবার টেস্ট করছি। ও এসে কিছুক্ষণ পর রান্না ঘরে উঁকি দিল। আমি দেখেও না দেখার ভান করলাম।
সভ্যকে এভাবে উঁকিঝুঁকি মারতে দেখে মাম্মাম প্রশ্ন করলো,
-- 'কি ব্যাপার সভ্য? কিছু লাগবে নাকি?'সভ্য মাথা চুলকে জবাব দিলো,
-- 'না.. মানে.. হ্যাঁ বড়মা, আমার খিদে পেয়েছে।'এবার ছোটমা প্রশ্ন করলো,
-- 'বন্ধুর বাড়ি থেকে না খেয়ে এসেছিস?'-- 'না খেয়ে আসবো কেন? আন্টি তো জোর করে আমাকে প্রচুর খাবার খাইয়েছে।'
-- 'তাহলে যে আবার খেতে চাচ্ছিস?'
-- 'দৌড়াদৌড়ি করে খিদে পেয়ে গেছে।'
-- 'এইসময় তুই কোথায় দৌড়াদৌড়ি করলি?'
-- 'উফ মামণি! তুমি এত প্রশ্ন করো কেন? খিদা লাগছে বলছি খেতে দিলে দাও না দিলে বলে দাও যে দিবো না।'
-- 'এই কি বললি?? আবার বল দেখি। তুই আমার সাথে এভাবে কথা বললি?'
এবার মাম্মাম বললো,
-- 'আহ্! আফিয়া, তুই চুপ কর তো। ছেলেটার খিদে পেয়েছে আর তুই কিনা আজেবাজে কথা শুরু করেছিস?'ছোটমা অবাক হয়ে বললো,
-- 'আমি আজেবাজে কথা বলছি? আমি?'মাম্মাম বিনা দ্বিধায় বললো,
-- 'হুম, তুই। তুই ছাড়া আর কাকে বলবো? শুধু শুধু আমার ছেলেকে জ্বালাচ্ছিস।'তারপর সভ্যকে উদ্দেশ্য করে বললো,
-- 'যা বাবা তুই টেবিলে যেয়ে বস। আমি খাবারটা গরম করে সভ্যতাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি।'আমি এতক্ষণ নিরবদর্শকের ভূমিকায় ছিলাম।
মাম্মামের কথা শুনে সাথে সাথে বলে উঠলাম,
-- 'পারবো না আমি। তোমার ছেলের খাবার তুমি দিয়ে আসো।'আমার কথা শুনে সভ্য আমার দিকে চোখ ছোট ছোট করে তাকালো আর মাম্মাম আমাকে শাসনের ভজ্ঞিতে বললো,
-- 'থাপ্পড় দিয়ে তোর এপাশের গাল ওপাশে করবো বেয়াদপ মেয়ে। বড়দের মুখের উপর কথা তাই না? দিন দিন বেয়াদপ হচ্ছিস??'আমি কিছু বলার আগে ছোটমা আমার পক্ষ নিয়ে প্রতিবাদ করে বলে উঠলো,
-- 'কেনো ভাবি? তুমি কেনো আমার মেয়েকে মারবে? ও বড়দের মুখের উপর কথা বলে আর তোমার ছেলে কি?? তোমার ছেলেও তো নিজের মায়ের মুখে মুখে তর্ক করে। ফাজিল ছেলে একটা। সভ্যতা বেশ করেছে। ও কেনো এই ফাজিল ছেলেটাকে খাবার দিতে যাবে? তোমার ছেলে তুমি নিজে যেয়ে খাবার দাও যাও।'
BẠN ĐANG ĐỌC
সভ্যতার সভ্য ( Sovvotar Sovvo)
Lãng mạnএকটি মিষ্টি প্রেমের পূর্ণতা পাওয়ার গল্প!💕😊 সভ্যতার সভ্য!💕