নবমাংশ

70 4 0
                                    


জাবির দৃষ্টিনন্দন পরিবেশ, বিভিন্ন প্রজাতির পাখি, প্রাকৃতির মনোমুগ্ধকর দৃশ্য, বিভিন্ন রংয়ের কাঠ গোলাপ সহ সবকিছুই সভ্যকে মুগ্ধ করতো।

সভ্য মাঝে মাঝে আফসোস করে বলে, 'কেনো আমি মেডিকেলে পাইলাম জান! উফ! তোমাকে দেখে আমার হিংসা হচ্ছে।'
ওর কথা শুনে আমি হা হা করে হেসে ফেলি।

আস্তে আস্তে আমার প্রাণের জাবিতে আমার থাকার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

আজ পরিক্ষাও শেষ হয়ে গেলো। দেখতে দেখতে কিভাবে পাঁচটা বছর চলে গেলো বুঝতেই পারলাম না। হলে কিছুদিন থাকতে পারব... তারপর রুমও ছেড়ে দিতে হবে।

আমার রুমে এখন আমি একাই সিনিয়র। বাকি তিন জনই আমার জুনিয়র, কাছের বলতে এখন শুধু বিনিই আছে। শর্মিদি আর মিতুপু কয়েক মাস আগেই রুম ছেড়ে দিয়েছে। এখন দুজনেই জব করে।

চলে যাব জন্য পরিক্ষা শেষে একা একা কিছুক্ষণ রিকশায় ঘুরে বেড়ালাম। আজ সন্ধ্যায় সিলেটে যাচ্ছি। ছয়টা ত্রিশে ফ্লাইট। এখনো অনেক সময় আছে। ঘন্টাখানেক ঘুরাঘুরি করলে কিছুই হবে না।

এয়ারপোর্টে পৌঁছতেই সভ্যর ফোনকল। ফোন রিসিভ করতেই সভ্য বললো,
-- 'হ্যালোওওওওওওওও!! জায়ায়ায়ায়া....ন! হোয়ার আর ইউ?'

-- 'ওহ্! সভ্য! প্লিজ স্টপ..'

-- 'কিভাবে জান? আমি কত কষ্টে আছি জানো? কত দিন থেকে তোমাকে দেখি না?'

-- 'ওহ্ সভ্য... স্টপ লাইং... মাত্র তিনদিন হলো গেছো।'

সভ্য তীক্ষ্ণ কন্ঠে বললো,
-- 'তাহলে কি আমি মিথ্যা বলছি?'

-- 'জ্বী...হ্যাঁ।'

-- 'আমার কষ্ট তোমার কাছে মিথ্যা লাগছে?'

-- 'না... আমি কি বলেছি যে তুমি কষ্টের কথা মিথ্যে বলেছো? আমি তো জানি তুমি অনেএএএক কষ্টে আছো। এতোই কষ্টে আছো যে প্রতি রাতে তিনটা-চারটা পর্যন্ত তোমাদের ককটেল পার্টি চলে। প্রতি রাতে তোমার কমপক্ষে তিনটা বিয়ার কমন, মাঝে মাঝে আরো বাড়ে। আমি বুঝি তো খুউউউউউউউউউবইইইইইইই কষ্টে আছো তুমি।'

আমার কথা শুনে সভ্য থতমত খেয়ে বললো,
-- 'ইয়ে... জান... মানে... হয়েছে কি... মানে..!'

সভ্যতার সভ্য ( Sovvotar Sovvo)Where stories live. Discover now