২৭

196 15 3
                                    


আমরা দিনাজপুরে চারজন বন্ধু মিলে এসেছিলাম। তার মাঝে একজনের দূর সম্পর্কের খালার বাসা এখানে। সেখানেই উঠেছি। উনারা মানুষ হিসেবে খুব অমায়িক, ভীষণ যত্ন আর আপ্যায়ন করলো। আমরাও আনন্দে রাতটা কাটালাম। রাত পার হয়ে গেল চোখের পলকে। আড্ডা দিতে দিতে মাঝরাতের দিকে ঘুম লেগে আসলো আমার চোখে। যখন ঘুম ভাঙলো, তখন সকাল নয়টার বেশি বাজে। তাড়াহুড়ো করে উঠে বসলাম। আমার কি খেয়াল নেই যে তুতুনের সাথে দেখা করার কথা? তাড়াতাড়ি বিছানা ছাড়তে দেখে আমার বন্ধু শাকিল চোখ ডলতে ডলতে জিজ্ঞেস করলো,
❝কটা বাজে রে?❞
❝নয়টা চৌদ্দ❞
❝এত সকালে কোথায় যাস?❞
❝তুতুনের সাথে দেখা করার কথা❞
❝এত সকালে কেন?❞
❝কারণ বাকি দিনে অনেক কাজ আছে❞

নাস্তা না করেই বেরিয়ে আসলাম। ইচ্ছা আছে তুতুনের সাথে নাস্তা করার। এত সকালে আশা করি ও আমাকে ভাল কোথাও খাওয়াতে পারবে। আমিও একটা অটোরিকশা ধরে ওদের কলেজে চলে আসলাম। কলেজে ঢুকতে বেশি বেগ পেতে হয়নি, কিন্তু এখন কোথায় যাবো তা বুঝতে পারছি না। এদিক ওদিক ঘুরে তুতুনকে কল দিলাম। মেয়েটা তৃতীয় বার রিং হওয়ার পর রিসিভ করলো। ভেবেছিলাম ঝাড়বো! কিন্তু ঝাড়া ঠিক হবে? আফটারঅল...!
তুতুন ফোন রিসিভ করে হাপাচ্ছে।
❝হাপাচ্ছো কেন? দৌড়াচ্ছো নাকি?❞

ফোনের ভেতর করা প্রশ্নের জবাব আসলো পেছন থেকে।
❝আপনি সত্যি সত্যি কলেজে চলে আসবেন এটা কিন্তু ভাবতে পারিনি!❞

আমি ঘুরে দাঁড়ালাম। তুতুন একটা আকাশীরং এর থ্রিপিস পরেছে। ওড়নাটা আলতোভাবে মাথায় দেয়া। অবাধ্য এক গাছি চুল মুখের দুপাশে পড়ে আছে। কাঁধে ব্যাগ আর হাতে এপ্রোন। আমি তুতুনকে মুগ্ধ চোখে দেখি। রিমলেস চশমাটা নাকের উপর না চাপিয়ে কামিজের গলায় সেটা ঝুলিয়েছে। মুখে তেমন কোনো প্রসাধনী নেই ওর। তবুও অসাধারণ লাগছে। কেন লাগছে? তুতুন বড় হয়ে অসাধারণ হয়েছে বলে? নাকি আগে থেকেই অসাধারণ ছিল? আমিই দেখিনি? তুতুন আমার আরও কাছে এসে বুকের উপর দু'হাত বেঁধে দাঁড়ালো।
❝মুখ দেখে মনে হচ্ছে আমাকে দেখে খুশি হওনি। নাকি আমার মতো নাস্তা না করে এসেছ বলে মন খারাপ?❞
❝আমি নাস্তা করে এসেছি❞
❝তাহলে মুখ অমন করে রেখেছ কেন?❞
তুতুন জবাব দিল না। আমি আবার বললাম,
❝তোমাদের ক্যানটিন কোন দিকে? চলো, আমার ক্ষুধা লেগেছে। খেতে খেতে কথা বলব❞
❝আমি খেয়ে এসেছি, কিছু খাবো না❞
❝তাহলে চা?❞
❝সেটাও খেয়ে এসেছি❞
❝তাহলে আমি নাস্তা করবো, আর তুমি চেয়ে চেয়ে দেখবে❞

শুভ বিবাহOpowieści tętniące życiem. Odkryj je teraz