শুরুতেই দেখা যাবে। শোভন ব্যাংকের চেয়ারে বসে কাজ করছে। অসংখ্য গ্রাহক। কাজ করতে করতে এক সময় কিছুটা ফাঁকা হবে। চেয়ারে শরীর এলিয়ে দিয়ে আনমনা হবে। ফ্ল্যাশব্যকে দেখা যাবে ছাত্র অবস্থায় আড্ডার বিভিন্ন দৃশ্য। দুষ্টামি হাসি, আনন্দপূর্ণ এক আড্ডার ছবি। ক্যাম্পাসের ঘোরাঘুরির দৃশ্য।
হঠাৎ টেবিলের কাগজ-পত্রের দিকে তাকিয়ে হতাশভাবে কাজ শুরু করবে। মুখে কান্নার ছাপ।
এই অবস্থায় দৃশ্য ফ্রিজ হবে। এবং নাটকের নাম ও অভিনয় শিল্পী ও নির্মাতার নাম উঠবে।
YOU ARE READING
ত্র্যহস্পর্শ
Romanceশোভন ব্যাংকে চাকুরী করে। নতুন চাকুরী। শাখায় প্রচন্ড গ্রাহকের ভীড়। দম ফেলার সময় নেই। টেবিলে অনেক কাগজপত্র। ভীড় একটু হালকা হলেই চেয়ারে হেলান দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ের আড্ডা আর হৈচৈয়ের স্মৃতিতে ডুবে যায়। তার মন খারাপ হয়। ব্যাংকে গ্রাহকরা পৃথিবার স...