দৃশ্য : তেইশ/বিকেল

126 0 0
                                    

শোভন ওয়ার্কশপে কাজ করছে। একটু আনমানা। দীর্ঘশ্বাস ছেড়ে বলবে, কত দিন আড্ডা দেই না! তারপরই মোবাইল নিয়ে ফোন দেবে।

শোভন : দোস্ত ৬টায় শাহবাদ আয়। কত দিন আড্ডা দেই না।

অনিক : শাহবাগ!

শোভন : আয় শালা। আড্ডাটারে খুব মিস করছি। রিপন আসাদকে ফোন দিচ্ছি। আবার পুরান দিন ফিরায়ে আনব।

অনিক ( অসস্তি নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে) : আচ্ছা আসছি। বেশিক্ষণ থাকতে পারব না। মোবাইলের টাচ ঝামেলা করতেছে। ঠিক করতে যেতে হবে।

রিপনকে ফোন দেবে। মিউটে কথাবার্তা চলবে।

রিপন : মাপ কর দোস্ত। কালকে বিদেশি ডেলিগেট আসবে। আজ ১০টার আগে অফিস থেকে বের হতে পারব না।

আসাদকে ফোন। মিউটে কথাবার্তা চলবে।

আসাদ : দারুণ কইছস 'পুরান দিন'। আসতেছি। জমাইয়া আড্ডা দিমু। এইজন্য তোকে দোস্ত পছন্দ করি শালা-আজকাল পুরান জিনিসে মূল্য মাইসে বুঝে না। খালি ওয়ান টাইম চায়। ওয়ান টাইম লাইফ।


ত্র্যহস্পর্শWhere stories live. Discover now