দৃশ্য : একুশ

99 1 0
                                    

নিরিবিলি রাস্তায় হঠাৎ খারাপ হয়ে যাবে বাইক।

মেয়ে : কী হল?

শোভন : মন-বাইকের মন খারাপ হয়েছে। আর মন খারাপ হলে এভাবে রাস্তায় মুখ গুঁজে পড়ে থাকে।

মেয়ে : ফানি। ভেরি ফানি।

শোভন : সাধে কি নাম মন-বাইক

মেয়ে : এখন?

শোভন : রিস্টার্ট করতে হবে।

এ সময় মেয়েটি মোবাইলে কল আসবে।

কোন বন্ধু : পরীক্ষা কেমন হয়েছে? [মিউট}

মেয়ে : ভাল না

কোন বন্ধু : .... দিয়েছিস?

মেয়ে : না

কোন বন্ধু : ফাও এর সদর দপ্তর কোথায় যেন ?

মেয়ে : ফাও এর সদর দপ্তর ... ।

শোভন : [ফিসফিসিয়ে ] উত্তর।

মেয়ে অবাক চোখে তাকাবে।

মেয়ে : গুয়ের্নিকা ছবিটা কার আঁকা রে?

শোভন : পাবলো পিকাসো । [ফিসফিসিয়ে]

মেয়ে : পাবলো পিকাসো। ঠিক আছে। ঠিক আছে কাল দেখা হবে । বাই

মেয়ে অবাক চোখে তাকাবে শোভনের দিকে।

মেয়ে : আপনি এসব জানেন কী করে?

শোভন : কী বলেন জানব না। আমাদের বংশে আমিই সবচেয়ে উচ্চ শিক্ষিত।

মেয়ে : উচ্চ শিক্ষিত!

শোভন : আই, এ পাস।

মেয়ে : শুধু

শোভন : শুধু

মেয়ে : কিন্তু আপনি তো অনেক জানেন। বিসিএস দিলে আপনার হয়ে যেত।

শোভন : লজ্জা পাচ্ছি। উঠুন [বাইকে]

শোভন : ১ থেকে ১০ পর্যন্ত কাউন্টডাউন করুন। সেকেন্ড হিসাবে। ৩ নং প্যাডেল দেয়ার সাথে সাথে আমি হাত তুলব তখন আপনি কাউন্টডাউন করবেন।

মেয়ে : কাউন্টডাউন!

শোভন : প্লিজ। Its final countdown/ we are leaving togather,...

মেয়ে ১ থেকে ১০ পর্যন্ত গুণবে। ১০-এ বাইক স্টার্ট নেবে

শোভন : ইয়াহু। এটাই চাই।


ত্র্যহস্পর্শHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin