দৃশ্য : আঠার

109 1 0
                                    

শোভন (শিস দিতে দিতে ওয়ার্কশপে ঢোকে)।

কিশোর : কোন সমস্যা হয় নাই তো?

শোভন : হা হা হা অল কোয়ায়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট।

এই সময় অফিস থেকে ম্যানেজারের ফোন আসবে। শোভন দূরে গিয়ে ফোনে কথা বলবে।

ম্যানেজার : শোভন সাহেব কেমন আছেন? কি অবস্থা এখন আপনার?

শোভন : স্যার সমস্যার আরো অবনতি হয়েছে। আজ সকালে বাথরুমে ঢোকার পর থেকে বের হতে পারি নি। হুমায়ুন আহমেদের দুটা উপন্যাস শেষ করে ফেলেছি।

ম্যানেজার : অসাধারন! অসাধারণ! আগামীকাল বিমল মিত্রের 'কড়ি দিয়ে কিনলাম' বইটা নিয়ে ঢুকবেন। এক সপ্তাহপর বই ও আমাশয় দুটোই শেষ করে বের হবেন।

শোভন : সরি স্যার

ম্যানেজার : শুনুন। আগামীকাল আসিফ সাহেবকে পাঠাব আপনার বাসায়। কী ঔষধ খাচ্ছেন একটু দেখে আসবে।

শোভন : জ্বী স্যার।

ম্যানেজার : জানেন তো এমনিতে কর্মকর্তা সংকট। প্রচন্ড কাজের চাপ। সবাই খুব হাঁপিয়ে উঠেছে।


ত্র্যহস্পর্শDonde viven las historias. Descúbrelo ahora