শোভন (শিস দিতে দিতে ওয়ার্কশপে ঢোকে)।
কিশোর : কোন সমস্যা হয় নাই তো?
শোভন : হা হা হা অল কোয়ায়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট।
এই সময় অফিস থেকে ম্যানেজারের ফোন আসবে। শোভন দূরে গিয়ে ফোনে কথা বলবে।
ম্যানেজার : শোভন সাহেব কেমন আছেন? কি অবস্থা এখন আপনার?
শোভন : স্যার সমস্যার আরো অবনতি হয়েছে। আজ সকালে বাথরুমে ঢোকার পর থেকে বের হতে পারি নি। হুমায়ুন আহমেদের দুটা উপন্যাস শেষ করে ফেলেছি।
ম্যানেজার : অসাধারন! অসাধারণ! আগামীকাল বিমল মিত্রের 'কড়ি দিয়ে কিনলাম' বইটা নিয়ে ঢুকবেন। এক সপ্তাহপর বই ও আমাশয় দুটোই শেষ করে বের হবেন।
শোভন : সরি স্যার
ম্যানেজার : শুনুন। আগামীকাল আসিফ সাহেবকে পাঠাব আপনার বাসায়। কী ঔষধ খাচ্ছেন একটু দেখে আসবে।
শোভন : জ্বী স্যার।
ম্যানেজার : জানেন তো এমনিতে কর্মকর্তা সংকট। প্রচন্ড কাজের চাপ। সবাই খুব হাঁপিয়ে উঠেছে।
ESTÁS LEYENDO
ত্র্যহস্পর্শ
Romanceশোভন ব্যাংকে চাকুরী করে। নতুন চাকুরী। শাখায় প্রচন্ড গ্রাহকের ভীড়। দম ফেলার সময় নেই। টেবিলে অনেক কাগজপত্র। ভীড় একটু হালকা হলেই চেয়ারে হেলান দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ের আড্ডা আর হৈচৈয়ের স্মৃতিতে ডুবে যায়। তার মন খারাপ হয়। ব্যাংকে গ্রাহকরা পৃথিবার স...