৯টার আগে বাইক নিয়ে শোভন মুন্সীর দোকানে পৌঁছাবে।
মুন্সি: এসে পড়েছেন। আমি তো ভেবেছিলাম আসবেন না। ভঅল হয়েছে এসেছেন। আজকে আবার বউকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। কিশোর আর আপনে থাকলে কোন টেনশন নাই।
শোভন জামা কাপড় পাল্টে ওয়ার্কশপের ড্রেস পড়বে।
শোভন : কোন কাজই ছোট না। একবার যখন ঢুকে পড়েছি তখন শিখতে চাই ভাল করে।
মুন্সী ( একটু ভেবে) : খাল্মা বোধ হয় জানে না। চাকুরী ছেড়েছেন যে?
শোভন নিরব।
মুন্সী : এখনই জানানোর দরকার কি। এখন হলো প্রোবেশন পিরিয়ড। কাজটা শিখালন। পারমানেন্ট হলে জানাবেন।
শোভন কাজে লেগে পড়বে। কিশোরের সাথে কাজ করবে।
YOU ARE READING
ত্র্যহস্পর্শ
Romanceশোভন ব্যাংকে চাকুরী করে। নতুন চাকুরী। শাখায় প্রচন্ড গ্রাহকের ভীড়। দম ফেলার সময় নেই। টেবিলে অনেক কাগজপত্র। ভীড় একটু হালকা হলেই চেয়ারে হেলান দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ের আড্ডা আর হৈচৈয়ের স্মৃতিতে ডুবে যায়। তার মন খারাপ হয়। ব্যাংকে গ্রাহকরা পৃথিবার স...