দৃশ্য : তের

113 0 0
                                    

৯টার আগে বাইক নিয়ে শোভন মুন্সীর দোকানে পৌঁছাবে।

মুন্সি: এসে পড়েছেন। আমি তো ভেবেছিলাম আসবেন না। ভঅল হয়েছে এসেছেন। আজকে আবার বউকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। কিশোর আর আপনে থাকলে কোন টেনশন নাই।

শোভন জামা কাপড় পাল্টে ওয়ার্কশপের ড্রেস পড়বে।

শোভন : কোন কাজই ছোট না। একবার যখন ঢুকে পড়েছি তখন শিখতে চাই ভাল করে।

মুন্সী ( একটু ভেবে) : খাল্মা বোধ হয় জানে না। চাকুরী ছেড়েছেন যে?

শোভন নিরব।

মুন্সী : এখনই জানানোর দরকার কি। এখন হলো প্রোবেশন পিরিয়ড। কাজটা শিখালন। পারমানেন্ট হলে জানাবেন।

শোভন কাজে লেগে পড়বে। কিশোরের সাথে কাজ করবে।


ত্র্যহস্পর্শWhere stories live. Discover now