শোভন মোটর সাইকেল নিয়ে বিভিন্ন রাস্তায় ঘুরবে আর চিৎকার করবে।
শোভন : এই শহরকে আমি ভীষণ ভালবাসি। সুন্দর দিন কী বলিস কিশোর। এই রাস্তা, বিল্ডিং সব আমার প্রিয়.... দারুন সময়। (কিশোর উল্লসিত হবে পেছনে বসে।)
হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যাবে। রাস্তার মাঝে থেমে পড়বে।
কিশোর : বাইকের মন খারাপ হয়ে গেছে।
শোভন : কেন?
কিশোর : মনে হয় পুরান স্মৃতি মনে পড়ছে।
শোভন : পাকনামি রাখ এখন।
কিশোর : আবার স্টার্ট দ্যান। ৪ নম্বর দিতে হবে গুনে গুণে।
শোভন একবার চেষ্টা করবে হবে না।
শোভন ( কিশোরকে লক্ষ্য করে) : ৩টার পর ১ থেকে ১০ গণবে।
কিশোর হাসি মুখে মাথা নাড়বে। শোভন আবার প্যাডেল দেবে। গাণ গাইবে
৩ প্যাডেলের পর কিশোর গণণা শুরু করবে। ১০ -এর সাথে সাথে শোভন প্যাডেল দিলে স্টার্ট নেবে। শোভন চিৎকার করে Europa- Final Countdown -গাণটি গাইবে।
YOU ARE READING
ত্র্যহস্পর্শ
Romanceশোভন ব্যাংকে চাকুরী করে। নতুন চাকুরী। শাখায় প্রচন্ড গ্রাহকের ভীড়। দম ফেলার সময় নেই। টেবিলে অনেক কাগজপত্র। ভীড় একটু হালকা হলেই চেয়ারে হেলান দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ের আড্ডা আর হৈচৈয়ের স্মৃতিতে ডুবে যায়। তার মন খারাপ হয়। ব্যাংকে গ্রাহকরা পৃথিবার স...