দৃশ্য: এক-দুই

341 0 0
                                    


সকাল ৮টা। ঘড়ির এলার্মের তিব্র আওয়াজে শোভন ঘুম থেকে লাফিয়ে উঠবে। এলার্ম বন্ধ করে শ্রান্তভাবে বিছানায় এলিয়ে পড়ে। চিৎ হয়ে বিড়বিড় করে:

শোভন: এই চাকুরী আর করব না। আর কোন-দিন এই চাকুরী করব না। চাকুরীর গুষ্ঠি কিলাই।

শোভনের মা দরজা ধাক্কা দেবে।

শোভনের মা: শোভন ওঠ। শোভন ওঠ।

শোভন হতাশভাবে উঠে বাথরুমে যাবে। দাঁত ব্রাশ করবে। ক্যালেন্ডারের একটা তারিখে দাগ দিয়ে লিখবে 'যন্ত্রণার ৪১৮তম দিন। '


ত্র্যহস্পর্শNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ