সকাল ৮টা। ঘড়ির এলার্মের তিব্র আওয়াজে শোভন ঘুম থেকে লাফিয়ে উঠবে। এলার্ম বন্ধ করে শ্রান্তভাবে বিছানায় এলিয়ে পড়ে। চিৎ হয়ে বিড়বিড় করে:
শোভন: এই চাকুরী আর করব না। আর কোন-দিন এই চাকুরী করব না। চাকুরীর গুষ্ঠি কিলাই।
শোভনের মা দরজা ধাক্কা দেবে।
শোভনের মা: শোভন ওঠ। শোভন ওঠ।
শোভন হতাশভাবে উঠে বাথরুমে যাবে। দাঁত ব্রাশ করবে। ক্যালেন্ডারের একটা তারিখে দাগ দিয়ে লিখবে 'যন্ত্রণার ৪১৮তম দিন। '
BẠN ĐANG ĐỌC
ত্র্যহস্পর্শ
Lãng mạnশোভন ব্যাংকে চাকুরী করে। নতুন চাকুরী। শাখায় প্রচন্ড গ্রাহকের ভীড়। দম ফেলার সময় নেই। টেবিলে অনেক কাগজপত্র। ভীড় একটু হালকা হলেই চেয়ারে হেলান দিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ের আড্ডা আর হৈচৈয়ের স্মৃতিতে ডুবে যায়। তার মন খারাপ হয়। ব্যাংকে গ্রাহকরা পৃথিবার স...