চাপ্টার: পাঁচ

144 12 1
                                    

   এলবার্ট কাপড় পড়ে তৈরি হয়ে গেল। ভেনিস শহরের উদ্দেশ্য রওনা হবে। এলবার্ট এর শরীরটা পুরোপুরি ভালো হয়নি এখনো। কিন্তু এলবার্ট চায় তার গন্তব্যে যতো তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে। এলবার্ট জানে, এলবার্ট পারবে ম্যাজিক রিং উদ্ধার করতে। এলবার্ট কে যেমন করেই হোক পারতেই হবে। না হলে পৃথিবীতে মানুষ বলে আর কোনো প্রাণীই থাকবে না। সব নিশ্চিহ্ন হয়ে যাবে। এলবার্ট সেনাপতি জাফরের উদ্দেশ্য বলল, "জাফর যাওয়ার ব্যবস্থা করেছো?"
জাফর ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল। এলবার্টের কথা শুনে সাথে সাথে ঘরে আসল। "জ্বী রাজকুমার, সব ব্যবস্থা হয়ে গেছে।"
   "ভালো।"
   "রাজকুমার চলুন।"
   "সৈন্যরা সব তৈরি?"
   "জ্বী, সবাই বাইরে দাঁড়িয়ে আছে। যাবার জন্য সবাই প্রস্তুত। আপনার জন্য অপেক্ষা করছে।"
   "আচ্ছা চলো, যাওয়া যাক।"
সৈন্যরা তৈরি হয়ে ঘোড়ায় বসে আছে। রাজকুমার কে দেখে সবাই ঘোড়া থেকে নামল। রাজকুমার গিয়ে কোচে বসল। কোচ রওনা হলো ভেনিস শহরের উদ্দেশ্যে। এলবার্ট এবার আর ভুল করবে না। একটা ভুলের কারণে অনেক গুলো দিন বরবাদ হয়ে গেল। এখন কোচ ভেনিস শহরে গিয়েই থামবে। এলবার্টের বাইরের প্রকৃতি দেখে খুব ভালো লাগছে। তিন দিন একটা ঘরের ভিতরে পড়ে থাকতে হয়েছিল। খুবই খারাপ তিনটি দিন কেটেছিল এলবার্টের। এলবার্ট আর এই তিন দিনের কথা মনে করতে চায় না।

রাজকুমারী জেসমিনের হাতে এলবার্ট এর চিঠি। রাজকুমারী চিঠিটা পেয়ে অনেক খুশি। দাসী যখন চিঠিটা এনে জেসমিনকে দিলো, জেসমিন চিঠি দেখে বিশ্বাস করতে পারছিলো না। জেসমিনের মন থেকে সব কষ্ট চলে গিয়ে মন খুশিতে ভরে উঠল। জেসমিন চিঠিটা হাতে নিয়ে বিরবির করে বলতে লাগল, "এলবার্ট তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি জানো না এই চিঠিটার আমার কতো প্রয়োজন ছিল।" জেসমিনের চোখ থেকে টপটপ করে অনাবরত পানি ঝরতে থাকল। জেসমিন চোখের পানি মুছে চিঠিটা খুলল।

   আমার প্রাণ প্রিয়া জেসমিন,
আমি জানি তুমি জানতে চাইবে আমি কেমন আছি। সত্যি কথা হলো আমি তোমাকে ছাড়া একটুও ভালো নেই। আমি তোমার সাথে অন্যায় করেছি। প্লিজ আমাকে মাফ করে দিয়ো। বিয়েটা এখন আমি করতে চাইনি। এর একটা যথেষ্ট কারণ ও আছে। আমি চাই না আমার জন্য তোমার কিছু হোক। আমি যেই মিশনে যাচ্ছি সেখান থেকে ফিরে আসা অনেক কঠিন। আর আমি জানি আমি মরে গেলে তুমি নিজেকে তিলে তিলে শেষ করে দেবে। যা আমি কখনই চাই না। তাই আমি এই ম্যাজিক রিং উদ্ধার করে তারপর তোমাকে বিয়ে করবো। যদি আমি ফিরে না আসি তাহলে আমাকে ভুলে যেও। অন্য কাউকে ভালোবেসো, বিয়ে করো। আমি তোমার দোষী। তোমার মনে কষ্ট দিয়েছি। আমি জানি তুমি আমাকে তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসো। আমার তোমার কাছে একটাই চাওয়া যে তুমি আমার জন্য তোমার কোনো ক্ষতি করবে না। আমরা জন্য দোয়া করো আমি যেনো ফিরে আসতে পারি।
ইতি
Albert

   জেসমিন চিঠিটা কয়েকবার পড়লো। জেসমিন তার চেখের পানি থামাতে পারছে না। বুকটা ফেটে যাচ্ছে। জেসমিনের চোখের পানিতে চিঠিটা ভিজে গেছে। জেসমিন মনে মনে ভাবছে, এলবার্টের যদি কিছু হয়ে তাহলে আমি কী নিয়ে বাঁচবো। আল্লাহ্ তুমি আমার এলবার্ট কে রক্ষা করো। সহি সালামতে ফিরিয়ে দিও। আমার এলবার্ট কে ভালো রেখো। আমি যদি এখন এলবার্ট এর সাথে থাকতে পারতাম। এলবার্ট যদি আমাকে সাথে নিয়ে যেতো তাহলে খুব ভালো হতো। আমি এলবার্ট এর খেয়াল রাখতাম। এলবার্ট এর কিছু হতে দিতাম না। জেসমিন মাথার প্রচন্ড ব্যথায় জ্ঞান হারাল।

ম্যাজিক রিং অ্যান্ড দ্য জঙ্গল অব ডেথ (ম্যাজিক রিং, #১)Where stories live. Discover now