চাপ্টার: চার

160 12 0
                                    

   এলবার্ট ঘুমের মধ্যে একটা বাজে স্বপ্ন দেখল। এলবার্ট এর পুরো শরীর ঘেমে ভিজে গেছে। এলবার্ট ঘুম থেকে উঠে হাপাতে লাগল। জেসমিনকে নিয়ে স্বপ্নটা দেখেছে। জেসমিন জানি কেমন আছে? ওকে ছাড়া কিছুই ভালো লাগেনা। এর মধ্যে এমন একটা বাজে স্বপ্ন। ওর কিছু হয়নিতো? জেসমিনের কিছু হলে আমি নিজেকে মাফ করতে পারবো না। আমার এখনি খোজ নিয়ে জানতে হবে। "কেউ আছো এখানে?" এলবার্ট বলল।
সাথে সাথে জাফর ঘরের ভিতরে আসল।  "জ্বী রাজকুমার।"
   "আমাকে কাগজ কলম দাও।"
জাফর কাগজ কলম দিলো। এলবার্ট কাগজে একটি চিঠি লিখল। "জাফর এখনি একটা সৈন্য দিয়ে আমার এই বার্তা রাজকুমারী জেসমিনের কাছে পৌঁছে দেও।
   "আচ্ছা, রাজকুমার।"
জাফর একটা সৈন্য দিয়ে চিঠি পাঠিয়ে দিল।
   "হুজুর আপনাকে চিন্তিত লাগছে। কী হয়েছে?" জাফর জিজ্ঞেস করল।
   "জেসমিনকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখলাম।"
   "চিন্তা করবেন না। আপনি রাজকুমারীকে নিয়ে অনেক বেশি চিন্তা করার কারণে স্বপ্নটা দেখেছেন। এ ছাড়া আর কোন কারণ নেই।"
   "তাই যেনো হয়।"
   "রাজকুমার আপনাকে খুব দুর্বল দেখাচ্ছে। আপনার শরীরটা ভালো না। এই অবস্থায় আপনার যাওয়াটা ঠিক হবেনা। আপনি বললে আমরা মহলে ফিরে যাবার ব্যবস্থা করি।"
   "না। ম্যাজিক রিং না নিয়ে মহলে আমি ফিরছি না।"
   "কিন্তু হুজুর?"
   "এই বিষয়ে আর কোনো কথা বলবে না। আমরা আজকেই ভেনিস শহরের উদ্দেশ্যে রওনা হবো। যাওয়ার ব্যবস্থা করো।"
   "আচ্ছা, রাজকুমার।"

   রাজকুমারী জেসমিন তার বিছানায় শুয়ে আছে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে রাজকুমারী ঘুমিয়ে পড়েছিল। একটা দাসি এসে রাজকুমারীর ঘুম ভাঙ্গানোর চেষ্টা করল। "রাজকুমারী উঠুন।" রাজকুমারী গভীর ঘুমে। দাসীর কথা তার কানে গেল না। দাসী আবার চেষ্টা করল, "রাজকুমারী দয়া করে উঠুন।" এবার রাজকুমারীর ঘুম ভেঙ্গেছে।
"কী হয়েছে?" রাজকুমারী জিজ্ঞেস করল। রাজকুমারীর চোখে এখনো ঘুম। চোখের জল শুকিয়ে মুখে জমাট হয়ে আছে।
   "রাজকুমারী আপনার সাথে রাণীমা দেখা করতে এসেছে।"
   "রাণীমা?" জেসমিন অবাক হয়ে বলল।
   "রাজকুমার এলবার্টের মা।"
   "কখন এসেছে।" রাজকুমারী বিছানা থেকে এক লাফে উঠল। শরীর থেকে ক্লান্ত ভাবটা চলে গেছে। 
   "একটু আগে।"
   "এখন কোথায়?"
   "ঘরের বাইরে দাঁড়িয়ে আছে।"
   "রাণীমা কে এখনি ঘরের ভিতরে পাঠাও।"
দাসী চলে গেল। জেসমিন তার কাপড় আর চুলগুলো ঠিক করে নিল। মুখে পানি দেওয়ার দরকার ছিল। কিন্তু রাণীমা এসে পড়বে তাই আর দেওয়া হলো না।
রাণীমা রুমের ভিতরে আসল। "জেসমিন! আমার বাচ্চা, তুমি কেমন আছো?" রাণীমা জিজ্ঞেস করলেন। জেসমিনকে দেখে রাণীমার চোখ গোলো চকচক করছে। চোখের কোণায় পানি জমে আছে।
   "রাণীমা, আমি ভালো আছি।" জেসমিন তার মুখে হাসি ফুটিয়ে কথাটা বলল।
   "তুমি ভালো আছো দেখে মনে শান্তি পেলাম। এলবার্টের এই কাজটা করা মোটেই ঠিক হয়নি।"
   "রাণীমা, উনার যা ভালো লেগেছি উনি করেছেন। উনি চাননি এখন আমাদের বিয়ে হোক। উনি চান যাদুর আংটি নিয়ে ফিরে এসে বিয়ে করতে।"
   "আর তুমি কী চেয়েছিলে?"
   "আমি চেয়েছিলাম বিয়েটা এখন হোক। কিন্তু সেটা তো আর হওয়ার ছিলো না।"
   "আমি এর জন্য অনেক দুঃখিত। এলবার্টের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি।" রাণীমা কথাটা অসহায়ের মতো বলল।
   "রাণীমা আপনি কেনো ক্ষমা চাচ্ছেন? আপনি তো কিছু করেননি। রাণীমা আপনি নিজেকে দোষী ভাববেন না। এতে কারো দোষ নেই। আমরা ভাগ্যে যা ছিলো তাই হয়েছে।"
   "তারপর ও এলবার্ট তোমার সাথে খুবই খারাপ করেছে। তুমি ওকে ভুল বুঝো না।"
   "রাণীমা আমি এলবার্ট কে ভুল বুঝিনি। এলবার্ট যা করেছে ভেবে চিন্তেই করেছে। আমাদের ভালোর জন্যই করেছে।"

   "আজ তাহলে আসি।"
   "কী বলছেন রাণীমা? এখনি চলে যাবেন?"
   "হ্যাঁ, যেতে হবে।"
   "রাণীমা আর কিছুক্ষণ থাকুন। আমার মনটা ভালো ছিলো না। কিন্তু আপনি আসায় ভালো লাগছে। আর একটু থাকুন। আমার জন্য অন্তত।
   "তোমার জন্য আমি অবশ্যই থাকবো।"

ম্যাজিক রিং অ্যান্ড দ্য জঙ্গল অব ডেথ (ম্যাজিক রিং, #১)Donde viven las historias. Descúbrelo ahora