চাপ্টার : চব্বিশ

45 6 0
                                    

মালেকা চিঠি লিখছিল এমন সময় গুহার ভিতরে একটা শব্দ হল। মালেকা ভয় পেয়ে উঠে দাঁড়ালো। কীসের শব্দ হতে পারে এটা ভেবে মালেকা চিন্তিত হয়ে পড়ল। মালেকা ধীর পায়ে গুহার ভিতরে এগিয়ে গেল। গুহাটা অনেক গভীর। আর গুহার ভিতরে যাওয়াটা নিরাপদ নয়। মালেকা কী করবে ভেবে উঠতে পারছে না। এখন চিন্তিত হয়ে পড়াটাও কোন কাজে দিবে না। এখন শুধু সাবধানে থাকার সময়। চোখ, কান খোলা রেখে চারদিকে লক্ষ এবং খেয়াল রাখার সময়। মালেকা নিজের ভয়টাকে দূর করার চেষ্টা করল। মনটাকে শান্ত করার চেষ্টা করল। গভীরভাবে নিঃশ্বাস নিল। এখনই গুহার ভিতরে যেতে হবে। দেখতে হবে গুহাটা নিরাপদ কিনা। কোন বিপদ দেখলে সাথে সাথে এই জায়গা ত্যাগ করতে হবে। মালেকা তার হাতে মশালটা নিয়ে নিল। গুহার ভিতরের এগিয়ে গেল। তীক্ষ্ণ দুর্গন্ধ এসে মালেকার নাকে লাগল। মালেকার মুখ দিয়ে কাশি বের হয়ে এল। মালেকা অনেক কষ্টে কাশি থামাল। কাপড় দিয়ে নিজের নাক মুখ ভালোভাবে ঢেকে নিল। সামনে এগোতে থাকল। কিছুক্ষণ এগিয়ে যেয়েও কিছু দেখতে পেল না। তাহলে কী এটার ভিতরে কেউ নেই? হয়তো নেই। ভুল শুনেছি হয়তো। আবার ফিরে যাওয়া যাক। মালেকা গুহার সামনের দিকে ফিরে আসল। আজ রাতে আর চিঠি লেখা হবে না। খুব ক্লান্ত লাগছে। এখন একটু ঘুমিয়ে নিলেই হয়। মালেকা ঘুমানোর প্রস্তুতি নিল। বড় করে আগুন জালিয়ে নিল। যাতে অনেক্ষণ জ্বলে। মালেকা আল্লাহ্‌র নাম নিয়ে ঘুমানোর দোয়া পড়ে ঘুমিয়ে পরল।

সেনাপতি সুবেদার তার সৈন্যদের নিয়ে জঙ্গলের রাস্তা ধরে এগুচ্ছে। মালেকা পালিয়ে জঙ্গলের দিকেই এসেছে। সেনাপতি সুবেদার খোজ খবর নিয়ে এটা জানতে পেরেছে। মেয়েটাকে খুজে বের করতে হবে যেভাবেই হোক। নাহলে রাজার সামনে মুখ দেখানো যাবে না। সুবেদার জঙ্গলের শেষ প্রান্তে এসে পড়েছে। সামনেই পাহাড়। পাহাড়ে কিছু গুহাও আছে। জঙ্গলের ভিতরে মালেকা অবশ্যই থাকবে না। জীব জন্তুর হাত থেকে নিরাপদে থাকার জন্য পাহাড়ের কোন গুহাতে আশ্রয় নিয়েছে। সেনাপতি সুবেদার ও তার সৈন্যদল পাহাড়ের কাছে চলে এসেছে।

সেনাপতি সুবেদার তার সৈন্যদের বলল, "আমরা এখান থেকে পায়ে হেঁটে যাব। ঘোড়া গুলোকে গাছের সাথে বেঁধে রাখো।"

ম্যাজিক রিং অ্যান্ড দ্য জঙ্গল অব ডেথ (ম্যাজিক রিং, #১)Where stories live. Discover now