চাপ্টার: ছয়

155 9 0
                                    

   এলবার্ট ভেনিস শহরে পৌছে গেছে। রুপার্টের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কাঠের দোতলা বাড়ি। বাড়ির কারুকাজ গুলো দেখেই বোঝা যায় রুপার্ট কতটা সৌখিন মানুষ। সূর্য ডুবে গেছে। আকাশ কালো হয়ে আসছে। বাইরে বাতাস বইতে শুরু করেছে। মনে হচ্ছে বৃষ্টি হবে। এলবার্ট জাফরকে বলল, "তুমি আমার সাথে এসো আর বাকিদের বাইরে অপেক্ষা করতে বলো।"
   "আচ্ছা রাজকুমার।"
এলবার্ট ঘরের দরজায় টোকা দিল। কেউ এসে দরজা খুলল না। আবার টোকা দিল। তৃতীয় বার টোকা দেওয়ার পর দরজা খুলে গেল। যে লোকটা দরজা খুলেছে তাকে দেখে মনে হচ্ছে কাজের লোক। বেটে খাটো, সামনের দাত দুটি উচো, মাথায় টাক পড়তে শুরু করেছে। লোকটি অবাক দৃষ্টিতে এলবার্ট আর জাফরের দিকে তাকাল। "কারা আপনারা?" লোকটি জিজ্ঞেস করল।
   "আমরা রুপার্টের সাথে দেখা করতে চাই।" সেনাপতি জাফর বলল।
   "ভিতরে আসুন।"
এলবার্ট ঘরের ভিতরে ঢুকল, পিছনে পিছনে জাফর ঢুকল। "আপনারা এখানে বসুন," লোকটি বলল। এলবার্ট বসল। সেনাপতি জাফর এলবার্ট এর পাশে দাঁড়িয়ে রইল।
   "আপনার নাম টা বলবেন?" লোকটি জিজ্ঞেস করল।
   "রাজকুমার এলবার্ট।"
লোকটি কিছুক্ষণ ভুরুকুঁচকে চোখ দুটো বড় বড় করে এলবার্টের দিকে তাকিয়ে থেকে চলে গেল।

রুপার্ট তার ঘরে বসে বই পড়ছে। রুপার্ট দেখতে মধ্য বয়সী, রোদে পোড়া চেহারা, মাথায় অর্ধ পাকনা চুল, চোখে চশমা। রুপার্টের ঘরের দরজায় টকটক শব্দ হল। রুপার্ট বইয়ের উপর থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকাল। রুপার্ট বড় করে একটা নিঃশ্বাস ফেলে বলল, "কে? কে ওখানে?"
   লোকটি বলল, "আমি, রজ্জু।"
   "কী চাও?"
   "আপনার সাথে দুজন লোক দেখা করতে এসেছে।"
   রুপার্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, "ও! কে তারা?"
   "তাদের মধ্যে একজন হলেন রাজকুমার, রাজকুমার এলবার্ট।"
   "ও! আচ্ছা, তাকে ভিতরে আসতে বলো।" রুপার্ট মোটেও অবাক হয়নি রাজকুমার আসার কথা শুনে। যেনো রাজকুমার উনার সাথে দেখা করতে আসবে এটাই স্বাভাবিক।
   রাজকুমার এলবার্ট ঘরের ভিতরে আসল। রুপার্ট এলবার্টকে ইশারায় চেয়ারে বসতে বলল। এলবার্ট চেয়ারে বসল।
"তুমিই তাহলে এলবার্ট, রাজকুমার এলবার্ট?" রুপার্ট ধীরে ধীরে বলল।
   "জ্বী, আমিই এলবার্ট," এলবার্ট ইতস্তত করে বলল।
   "আমার কাছে কী মনে করে?"
   "ম্যাজিক রিং এর সম্পর্কে জানার জন্য।"
   "ও! কী জানতে চাও?"
   "ম্যাজিক রিং এখন কোথায় আছে?"
   রুপার্ট মাথা দুলাতে দুলাতে বলল, তুমি ম্যাজিক রিং এর কথা কেনো জানতে চাও?"
   "আমি ম্যাজিক রিং উদ্ধার করতে চাই।"
   রুপার্ট মাথা দুলিয়ে বলল, "কিন্তু এই বিষয়ে আমি কিছু জানিনা।"
ঘরটা কিছুক্ষণের জন্য নিরব হয়ে গেল। কেউ কোনো কথা বলল না। একটু পর নিরবতা ভঙ্গ করে এলবার্ট বলল, "কিন্তু আমার কাকা সুলেমান বলেছেন আপনে জানেন।"
   "জানতাম। কিন্তু এখন রিং কোথায় লুকিয়ে রাখা হয়েছে সেটা জানিনা।" 
   "আপনে ছাড়া আর কে কে ম্যাজিক রিং সম্পর্কে জানে?"
   "একজন জানতো।"
   "কে সে?"
   রুপার্ট বড় করে একটা নিঃশ্বাস নিয়ে বলল, "ভিক্টর।"
   এলবার্ট অবাক দৃষ্টিতে রুপার্টের দিকে তাকিয়ে বলল, ভিক্টর! কে সে?"
   "তুমি চিনবে না। ভিক্টরই একমাত্র ব্যক্তি যে ওখান থেকে ফিরে আসতে পেরেছে।"
"ভিক্টরের ঠিকানাটা কী আমাকে দিতে পারবেন?"
   "ভিক্টর তো মারা গেছে।"
   রাজকুমারী অবাক হয়ে বলল, "কী বলছেন?"
   "হ্যাঁ, ভিক্টর মারা গেছে।"
   "তাহলে এখন আমি ম্যাজিক রিং এর সম্পর্কে জানবো কীভাবে! আপনিতো জানেন ম্যাজিক রিং উদ্ধার করতে না পারলে মানব জাতি ধ্বংস হয়ে যাবে।"
   "রুপার্ট একটা নিঃশ্বাস নিয়ে বলল, "হ্যাঁ, ভিক্টরের ছেলে হয়তো বলতে পারবে।"
   এলবার্টের মনে নতুন করে আশা জেগে উঠল।
   "তুমি ভিক্টরের ছেলের সাথে দেখা করো।"
   "ভিক্টরের ছেলে কোথায় থাকে?"
   "জঙ্গলে।"
   "জঙ্গলে! কোন জঙ্গলে?"
   "দ্য জঙ্গল অব ডেথ এর নাম শুনেছো?"
   "জ্বী।"
   "ওখানে একটা পরিত্যক্ত বাড়িতে থাকে। তুমি জঙ্গলে গিয়ে ঐই বাড়িটা খুঁজে বের করো। দেরি না করে এখনি চলে যাও।" 
   "ঠিক আছে।"

ম্যাজিক রিং অ্যান্ড দ্য জঙ্গল অব ডেথ (ম্যাজিক রিং, #১)Opowieści tętniące życiem. Odkryj je teraz