চাপ্টার: নয়

111 9 0
                                    

   রাজ মহলে রাণীমা সিংহাসনে বসে চিন্তা করছেন। অনেক গভীর চিন্তা। উনার চিন্তা যেনো শেষই হচ্ছে না। নিরবতা ভঙ্গ করে মন্ত্রী বলল, "রাণীমা রবার্ট এসেছে।"
   রাণীমা রবার্টের দিকে তাকিয়ে বললেন, "তুমি তো ভ্যাম্পায়ার সম্পর্কে অনেক কিছু জানো?"
   "জ্বী রাণীমা," রবার্ট খসখসে গলায় বলল।
   "ভ্যাম্পায়ার সম্পর্কে তোমার কাছ থেকে কিছু তথ্য জানতে চাই।"
   "বলুন রাণীমা, কী জানতে চান?"
   "ভ্যাম্পায়ার কী?"
   "ভ্যাম্পায়ার হল রক্তচোষা এক প্রাণী। এরা অন্য প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে। ভ্যাম্পায়াররা অমর হয়। সাধারণত দেখা যায়, রক্তচোষারা মানুষই হয়। কোনও এক ঘটনা তাদের করে তোলে অন্য মানুষের চেয়ে আলাদা। তখন তাদের মধ্যে জন্ম নেয় নিজেকে যে কোনো রূপে বদলে ফেলার ক্ষমতা। জন্ম নেয় মানুষকে এক লহমায় ভুলিয়ে কার্যসিদ্ধির ক্ষমতা।
"ভ্যাম্পায়ারের উৎপত্তি কোথায়?"
   " সমীক্ষা বলছে, ভ্যাম্পায়ারের উৎস উপমহাদেশে। ভারত থেকেই না কি রক্তচোষার অস্তিত্বের কথা জেনেছিল সারা বিশ্ব। সমীক্ষা এও বলছে, তিব্বতে দেখা গিয়েছিল প্রথম রক্তচোষা।"
   "ভ্যাম্পায়ারদের কীভাবে খুঁজে বের করা সম্ভব?"
   "অনেক পরিবর্ধিত ধর্মীয় উপাসনার পদ্ধতিতে ভ্যাম্পায়ারকে খুঁজে বের করা যায়। এজন্য প্রথমে একটা কুমার বালককে কবরের কাছে নিয়ে আসতে হবে অথবা একটি ঘোড়াকে। সাধারণত কালো ঘোড়া আর আলবেনিয়াতে সাদা ঘোড়া দরকার হয়। যে কবরে ভ্যাম্পায়ার থাকে তার মাটিতে তখন গর্ত সৃষ্টি হয়। মানুষের মৃতদেহকে ভ্যাম্পায়ার হিসেবে ভাবা হয় অনেক সময় যেগুলোর পচে যাওয়ার লক্ষণ দেখা যায় না। কিছু কিছু ক্ষেত্রে সন্দেহজনক কবর খোঁড়া হলে পাওয়া যায় সারা মুখে শিকারের রক্তমাখা মৃতদেহ বা ভ্যাম্পায়ার। গবাদি পশুর মৃত্যু বা আত্নীয়, প্রতিবেশীর মৃত্যুকে ভ্যাম্পায়ারের প্রমাণ হিসেবে দেখা যায়।"
   "ভ্যাম্পায়াররা কীভাবে মানুষকে ভুলিয়ে তার রক্ত পান করে?"
   "যৌনতায় মানুষকে ভুলিয়ে তার রক্তপান করে। আসলে, যৌনতার কাছে তো যে কোনো মানুষই অসহায়। তাই সেই জায়গাটাকেই ব্যবহার করে রক্তচোষারা।"
   রাণী একটা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, "ভ্যাম্পায়ারদের কীভাবে মারতে হয়?"
   "কবরে গরম পানি ঢেলে দেওয়া যা পুরো দেহকে পুড়িয়ে দিবে। গরম পানিতে চুবিয়ে বা গুলি করেও ভ্যাম্পায়ার মারা যায়। এমনকি
এক্সোরসিজমে পবিত্র পানি ছিটিয়ে ভ্যাম্পায়ার হত্যা করা যায়।"
   "ধন্যবাদ তোমাকে," রাণীমা বললেন।
   "রাণীমা আমি আপনাকে সাহায্য করতে পেরেছি এটা আমরা জন্য গর্বের ব্যাপার।"
   "তোমার আমাকে আর একটা সাহায্য করতে হবে।"
   "জ্বী, রাণীমা বলুন।"
   "তুমি আমার সৈন্যদের একটা ভ্যাম্পায়ার হত্যা করতে সাহায্য করবে।"
   "অবশ্যই। ভ্যাম্পায়ার কী কাউকে আক্রমণ করেছে?"
   "একটা মেয়েকে মেরে ফেলেছে।"
   রবার্ট অবাক হয়ে বলল, "কীভাবে?"
   "মেয়েটাকে ভ্যাম্পায়ার বশ করে। মেয়েটা বশ হওয়ার পর তার ঘর থেকে বের হয়ে একটা দুর্গের সামনে যায়। তারপর নগ্ন হয়ে একটা কফিনের উপর শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে একটা ভ্যাম্পায়ার দুর্গের ভিতর থেকে বের হয়ে আসে। তারপর মেয়েটির উপর শুয়ে মেয়েটির গলায় কামড় বসায়। মেয়েটির সব রক্ত পান করে। রক্তপান শেষ হওয়ার পর মেয়েটির সাথে...।"
   "এই রকম মাঝেমধ্যে ঘটে। বেশিরভাগ সময় ভ্যাম্পায়াররা প্রথমে যৌনতায় মেতে ওঠে। শেষে রক্ত পান করে। কিন্তু এই ভ্যাম্পায়ার অতিরিক্ত রক্ত পিপাসার্ত ছিল, তাই আগে রক্ত পান এবং পরে যৌন মিলন করেছে। ছেলে ভ্যাম্পায়াররা মেয়েদের বশ করে তাঁদের রক্ত পান করে বেশিরভাগ সময়। আর মেয়ে ভ্যাম্পায়াররা ছেলেদের যৌনতার লোভ দেখিয়ে তাদের সাথে যৌন মিলনে লিপ্ত হয় এবং চরম মূহুর্তে রক্ত পান করে।"
   রাণী অবাক দৃষ্টিতে রবার্টের দিকে তাকিয়ে বলল, "তাহলে তো সব ছেলেদের সাবধান করে দেওয়া উচিত।"
   "হ্যাঁ। রাজ্যের সবাইকে সাবধান করে দিতে হবে।"
   "হুম তাই করা হবে। রাজ্যের সবাইকে সাবধান করে দেওয়া হবে। রবার্ট তুমি আজ বিকেলেই সৈন্যদের নিয়ে দুর্গে যাও। ভ্যাম্পায়ারটাকে সেখানে পাওয়া যেতে পারে।"
   "আচ্ছা রাণীমা।"

ম্যাজিক রিং অ্যান্ড দ্য জঙ্গল অব ডেথ (ম্যাজিক রিং, #১)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin