চাপ্টার: উনিশ

164 10 5
                                    

       

"রাজকুমারী জেসমিন!"

"কে? কে ওখানে?

"রাজকুমারী আমি, আমি মালেকা।"

রাজকুমারী বিছানা থেকে উঠে পড়ল। মালেকা ঘরের ভিতর এগিয়ে আসল।

রাজকুমারী বিছানায় বসতে বসতে বলল, "হঠাৎ করে আমার কাছে কী মনে করে?"

"একটা কাজ ছিল।"

"কী কাজ? বিনা সংকোচে বলে ফেল।"

"রাজকুমারী আপনার কাছে একটি আশ্চর্য পাখি আছে এই কথাটি সত্যি?"

"হ্যাঁ সত্য।"

"ও! ভালো।"

"পাখির ব্যাপারে জানতে চাইলে কেন?"

"রাজকুমারী পাখিটার প্রয়োজন ছিল।"

রাজকুমারী অবাক হয়ে বলল, "কেমন প্রয়োজন?"

"খুবই প্রয়োজন। এই পাখিটার মাধ্যমে আমি বার্তা পাঠাতে চাই একজনকে।"

"কাকে?"

মালেকা ইতস্তত করে বলল, "আমার ভালোবাসার মানুষটাকে।"

"এই পাখিটা আমি কেনো কিনেছি জানো?"

"না, কেন কিনেছেন?"

"আমার ভালোবাসার মানুষ এলবার্ট এর সাথে যোগাযোগ করার জন্য।"

মালেকা অবাক হয়ে বলল, "ও! রাজকুমার এলবার্ট এখন কোথায়?"

"তুমিতো দেখি কিছুই জানোনা।"

"হুম। জানিনা।"

"রাজকুমার এলবার্ট ম্যাজিক রিং এর উদ্দেশ্যে রওনা হয়েছে।"

মালেকা অবাক হয়ে বলল, "তাই নাকি?"

"হুম তাই।"

"ও!"

"মালেকা আমি তোমাকে পাখিটা দিতে পারব না।"

"রাজকুমারী, আমার যে খুব প্রয়োজন।"

"তোমার থেকে বেশি প্রয়োজন আমার।"

"রাজকুমারী, আমার ওর সাথে কথা বলা খুব প্রয়োজন।"

রাজকুমারী জেসমিন খুব বিরক্ত হচ্ছে মালেকার কথায়। মালেকা ঘুরেফিরে এক কথায়ই আটেক আছে। রাজকুমারী পারবে না ওকে পাখিটা দিতে। পাখিটা রাজকুমারীর খুবই প্রয়োজন। এই মেয়েটাকে কীভাবে বুঝাবে রাজকুমারী বুঝতে পারছে না। মালেকাকে সহজ ভাবে কোন কথা বললে মালেকা বুঝে না। ওকে কঠিনভাবে কিছু বলা দরকার। রাজকুমারী জেসমিন যতোটুকু সম্ভব শান্ত থাকার চেষ্টা করছে। কতোক্ষন পারবে কে জানে!

ম্যাজিক রিং অ্যান্ড দ্য জঙ্গল অব ডেথ (ম্যাজিক রিং, #১)Where stories live. Discover now