চাপ্টার: দুই

233 16 0
                                    

এলবার্ট মুখে পানি নিল। সাথে সাথে এলবার্টের মুখ তেতো হয়ে গেল। এলবার্ট মুখের সব পানি ফেলে দিল। বমি বমি ভাব শুরু হল। এলবার্ট কাশতে থাকল। কাশতে কাশতে এলবার্টের মুখ থেকে রক্ত বের হয়ে আসল। এলবার্টের এই অবস্থা দেখে সেনাপতি জাফর দৌড়ে এসে এলবার্ট কে ধরল।
"কী হয়েছে রাজকুমার?"সেনাপতি বলল।
"পানি মুখে দেওয়ার পর থেকে এই রকম শুরু হয়েছে," কাশতে কাশতে রাজকুমার বলল।
"চলেন রাজকুমার, কোচের ভিতরে।"
দুই জন সৈন্য এসে এলবার্ট কে কোচের ভিতরে নিয়ে গেল। এলবার্ট কে নিয়ে দ্রুত কোচটি হোটেলের দিকে রওনা হলো।
হোটেলের বেডে এলবার্ট ঘুমিয়ে রয়েছে। ডাক্তার এলবার্ট কে পরীক্ষা করে দেখছে। "ওনার তেমন কিছু হয়নি, ঔষধ দিয়ে দিয়েছি ঠিক হয়ে যাবে," ডাক্তার বলল।
"রাজকুমারের কী হয়েছে?" জাফর জিজ্ঞেস করল।
"বিষযুক্ত পানি খাবার ফলে এরকম হয়েছে।"
"রাজকুমার ভালো হয়ে যাবে তো?" চিন্তিত হয়ে জাফর জিজ্ঞেস করল।
"হ্যাঁ।"
"রাজকুমারের সুস্থ হতে কত দিন লাগতে পারে?"
"পুরোপুরি ঠিক হতে তিন দিন লাগবে।"
"তিন দিনের ভিতর সব ঠিক হয়ে যাবে তো?"
"হ্যাঁ। তিন দিন রাজকুমারকে বিছানায় রেষ্টে রাখবেন।"
"ঠিক আছে।"
ডাক্তার চলে গেল।
"এইবার কী হবে? আমাদের কালকে ভেনিস শহরের উদ্দেশ্যে রওনা হওয়ার দরকার ছিল," সেনপতি জাফর বলল। তার চোখে মুখে চিন্তার ছাপ।
রাজকুমারের জ্ঞান ফিরল। "জাফর আমি এখানে কীভাবে?"
"রাজকুমার আপনে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তারপর আপনাকে হোটেলে নিয়ে আসি। ডাক্তার আপনাকে তিন দিন রেষ্টে থাকতে বলেছে," জাফর বলল।
"তাহলে আমাদের ভেনিস শহরে কালকে যাওয়া হবে না?"
"না, রাজকুমার।"
"ডাক্তার কী বলেছে? আমার কী হয়েছে?"
"বিষাক্ত পানি খাওয়ার কারণে আপনার রক্ত বমি হয়েছে।"
"আমার ভুল হয়েছে, ঝিলটার কাছে যাওয়া উচিত ছিল না," একটা নিঃশ্বাস ফেলে এলবার্ট বলল।
"হুম, রাজকুমার।"
"আমার অসুস্থের কথা তুমি রাজমহলে জানিয়েছো?"
"না, রাজকুমার।"
"আর জানাবেও না।"
"ঠিক আছে, রাজকুমার।"
"এখন আমার সামনে থেকে যাও। আমি একা থাকতে চাই।"
"আচ্ছা রাজকুমার," বলে জাফর চলে গেল।

এলবার্টের রাজকুমারির কথা খুব মনে পড়ছে। রাজকুমারী জানী এখন কী করছে? রাজকুমারীর জন্য অনেক খারাপ লাগছে। রাজকুমারী না করার পরেও এলবার্ট চলে এসেছে। যার কারণে তাদের বিয়েটা হল না, পিছিয়ে গেল। রাজকুমারীর সাথে কথা বললে হয়তো ভালো লাগতো। মনটা শান্ত হতো। ম্যাজিক রিংটা যতো তাড়াতাড়ি সম্ভব সংগ্রহ করতে হবে। এলবার্ট কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল।

সেনাপতি হোটেলের রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছে। হোটেলের ম্যানেজারের সাথে কথা বলতে হবে। ম্যানেজার তার অফিস থেকে বের হয়ে আসল। "হ্যালো স্যার, আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি?" ম্যানেজার জিজ্ঞেস করল।
"ম্যানেজার সাহেব আপনে জানেন যে রাজকুমার এলবার্ট এই হোটেলে আছে। তার পরেও কেনো আপনে রাজকুমারের খাবারের ব্যবস্থা করেননি?" জাফর রেগে কথাগুলো বলল।
"স্যার, আই এম সরি। আমাদের প্রধান বাবুর্চীর আসতে একটু দেরি হয়েছে। রাজকুমারের জন্য রান্না, যাকে তাকে দিয়ে তো করানো যায়না। তাই হেড বাবুর্চীর জন্য অপেক্ষা করে দেরি হয়ে গেল। রাজকুমারের জন্য স্পেশাল খাবার তৈরি হচ্ছে। কিছুক্ষণের ভিতরে খাবার এসে পড়বে।" ম্যানেজারের চেহারা দেখে বোঝা যাচ্ছে এর জন্য উনি খুবই অনুতপ্ত। সেনাপতি জাফরের রাগটা চলে গেল।
"খাবার সরাসরি রাজকুমারের কক্ষে পাঠিয়ে দিবেন।"
"ঠিক আছে। রাজকুমার এখন ভালো আছে?"
"হুম, ভালো আছে।"
"গুড। আপনাদের রুমের দরজা খুলে দেওয়া হয়েছে। আপনাদের খাবারের ব্যবস্থা ও করা হয়েছে।"
"আগে রাজকুমারের খাবারের ব্যবস্থা করুন।"
"জ্বী আচ্ছা।"
"আপনে এখন যেতে পারেন।"
"যে কোনো দরকারে আমাকে স্বরণ করলেই আমি এসে পড়বো।"

ম্যাজিক রিং অ্যান্ড দ্য জঙ্গল অব ডেথ (ম্যাজিক রিং, #১)Où les histoires vivent. Découvrez maintenant