চাপ্টার: আঠার

113 9 0
                                    

এলবার্ট সৈন্যদের নিয়ে জঙ্গলের ভিতরে চেলে এসেছে। ড্যানিয়েলের বাড়ি খুজে পাওয়া গেছে এটা খুব ভালো ব্যাপার। এখন ড্যানিয়েলকেও খুব তাড়াতাড়ি খুজে পাওয়া যাবে। ড্যানিয়েলকে খুজে পাওয়া গেলেই ম্যাজিক রিং এর উদ্যেশ্যে রওনা দেওয়া যাবে। ড্যানিয়েলকে খুজা যতোটা সহজ মনে হচ্ছিল এখন ততোটা কঠিন মনে হচ্ছে না। সময় শেষ হয়ে যাচ্ছে। এখনো ড্যানিয়েলকে খুজে পাওয়া গেল না। খুজে পাওয়া যাবে কি না তারও কোন ঠিক ঠিকানা ছিল না। ড্যানিয়েলের বাড়িটা খুজে পাওয়াতে এখন কিছু আশা জেগেছে। এখন শুধু ড্যানিয়েলকে পাওয়ার অপেক্ষা। এই অপেক্ষা কবে শেষ হবে কে জানে!

এলবার্ট নির্বিকার হয়ে চলছে। এলবার্টের পাশাপাশি সেনাপতি জাফর চলছে। সেনাপতি জাফরের চোখে মুখে কৌতুহলের ছাপ। সেনাপতি তার কৌতুহল দূর করতে পারছে না। ড্যানিয়েলের বাড়ি খুজে পাওয়া প্রায় অসম্ভ ব্যাপার ছিল। সেটা খুজে পাওয়া গেছে। একটা মানুষ কীভাবে ‍এইরকম নির্জন জঙ্গলে একটা বাড়িতে কাটাচ্ছে সেটা সেনাপতি জাফরের বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসিয় ঘটনা। তবুও সেটা ঘটেছে।

সেনাপতি জাফর তার কৌতুহল দূর করার জন্য এলবার্টের দিকে তাকিয়ে বলল, "রাজকুমার, ড্যানিয়েল কী আসলেই এই বাড়িতে থাকে?"

রাজকুমার অন্যমনস্ক ভঙ্গিতে বলল, "হ্যাঁ, ড্যানিয়েল এই বাড়িতেই থাকে।"

"কিন্তু রাজকুমার এটা কী করে সম্ভব। জঙ্গলের ভিতরে এইরকম একটা নির্জন বাড়িতে মানুষ থাকে বলে আমার মনে হয় না।"

"তোমার মনে হয় কী না সেটাতে কিছু যায় আসেনা।"

"রাজকুমার এখন আমরা কী করব?"

"ড্যানিয়েলকে খুজে বের করব।"

"এতো বড় জঙ্গলে কোথায় আছে কে জানে।"

"দরকার হলে পুরো জঙ্গল খুজে ফেলবো। ড্যানিয়েলকে কোথাও না কোথাও তো খুজে পাওয়া যাবে।"

"জ্বী রাজকুমার।"

"এখন সময় নষ্ট না করে ভালোমতো খুজো।"

এলবার্ট চুপচাপ হেঁটে যাচ্ছে। জাফরের রাজকুমারের সাথে কথা বলার ইচ্ছে ছিল। কিন্তু রাজকুমারের কথা বলার ইচ্ছে নেই। জাফর মুখ কালো করে এগুচ্ছে। এলবার্ট জাফরের দিকে কিছুক্ষন আগে তাকিয়ে ছিল। জাফরের মুখের হাবভাব তখন এইরকম ছিল না। এলবার্ট জাফরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। "তোমার কী কোন সমস্যা," এলবার্ট বলল। "সমস্যা থাকলে আমাকে বলতে পারো।"

ম্যাজিক রিং অ্যান্ড দ্য জঙ্গল অব ডেথ (ম্যাজিক রিং, #১)Tahanan ng mga kuwento. Tumuklas ngayon