২য় সূরাঃ সূরা আল বাকারা

22 2 1
                                    

সূরা আল বাকারা
মদীনায় অবতীর্ণ, আয়াত ২৮৬, রুকু ৪০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে

১. আলিফ লাম মীম।

২. (এই) সেই (মহা) গ্রন্থ (আল কোরআন), তাতে (কোনাে) সন্দেহ নেই, যারা (আল্লাহ তায়ালাকে) ভয় করে (এই কিতাব কেবল) তাদের জন্যেই পথপ্রদর্শক,

৩. যারা গায়বের ওপর ঈমান আনে, যারা নামায প্রতিষ্ঠা করে, তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে (আমারই নিদের্শিত পথে) ব্যয় করে,

৪. যারা তোমার ওপর যা কিছু নাযিল করা হয়েছে তার ওপর ঈমান আনে_ (ঈমান আনে) তোমার আগে (নবীদের ওপর) যা কিছু নাযিল করা হয়েছে তাঁর ওপর, (সর্বোপরি) তারা পরকালের ওপরও দৃঢ় বিশ্বাস রাখে।

৫. (সত্যিকার অর্থে) এ লেকগুলােই তাঁদের মালিকের (দেখানাে) সঠিক পথের ওপর রয়েছে এবং এরাই হচ্ছে সফলকাম,

৬. যারা (এ বিষয়গুলাে) অস্বীকার করে, তাদের তুমি (পরকালের কথা বলে) সাবধান করো আর না করাে, (কার্যত) উভয়টাই (তাদের জন্যে) সমান (কথা), এরা কখনাে ঈমান আনবে না।

৭. (ক্রমাগত কুফরী করার কারণে) আল্লাহ তায়ালা তাদের মন মগ ও শােনার ওপর মােহর মেরে দিয়েছেন, এদের দেখার ওপরও (এক ধরনের) আবরণ পড়ে আছে এবং তাদের জন্যে (পরকালের) কষ্টদায়ক শাস্তি রয়েছে।

৮, মানুষদের মাঝে কিছু (লােক এমনও) আছে যারা (মুখে) বলে, আমরা আল্লাহ তায়ালা ও পরকালের ওপর ঈমান এনেছি, কিন্তু (এদের কর্মকান্ড দেখলে তুমি বুঝতে পারবে) এর (মােটেই) ঈমানদার নয়।

৯. (মুখে ঈমানের দাবী করে) এরা আল্লাহ তায়ালা ও তাঁর নেক বান্দাদের সাথে প্রতারণা করে যাচ্ছে, (মূলত এ কাজের মাধ্যমে) তারা অন্য কাউকে নয়, নিজেদেরই ধােকা দিয়ে যাচ্ছে, যদিও (এ ব্যাপারে) তাদের কোনাে প্রকারের চৈতন্য নেই।

১০. (আসলে) এদের মনের ভেতর রয়েছে মারাত্বক ব্যাধি, (প্রতারণার কারণে) অতপর আল্লাহ তায়ালা (এদের সে) ব্যাধি বাড়িয়ে দিয়েছেন, তাঁদের জন্যে রয়েছে আল্লাহ তায়ালার পক্ষ থেকে পীড়াদায়ক আযাব, কেননা, তারা মিথ্যা বলছিলাে।।

বাংলা সরল আল-কুরআন  Where stories live. Discover now