১৬ তম সূরাঃ সূরা আন নাহল

0 0 0
                                    

সূরা আন নাহল

মক্কায় অবতীর্ণ, আয়াত ১২৮, রুকু ১৬

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে​

১. (এ বুঝি) আল্লাহ তায়ালার (আযাবের) আদেশ এসে গেলাে! অতপর (হে কাফেররা), এর জন্যে তােমরা। (মােটেই) তাড়াহুড়ো করাে না; তিনি মহিমান্বিত, এ (যালেম) লােকেরা তাঁর সাথে (অন্যদের) যে (ভাবে) শরীক করে, তিনি তার থেকে অনেক উর্ধের্ব।।

২. তিনি ওহী দিয়ে তাঁর আদেশবলে তাঁর যে বান্দার ওপর চান ফেরেশতাদের পাঠান, মানুষদের সতর্ক করে দাও, আমি ছাড়া দ্বিতীয় কোনাে মাবুদ নেই, অতএব তোমরা আমাকেই ভয় করাে।।

৩. তিনি আসমানসমূহ ও যমীনকে যথাবিধি তৈরী করেছেন; তারা যাদের (তাঁর সাথে) শরীক করে তিনি তার চাইতে অনেক ঊর্ধের্ব।।

৪. তিনি (ক্ষুদ্র একটি) শুক্রকণা থেকে (যে) মানুষ তৈরী করেছেন- (আশ্চর্যের ব্যাপার!) সে (এখানে এসে স্বয়ং তার স্রষ্টার সাথেই) প্রকাশ্য বিতর্ককারী বনে গেলাে।

৫. তিনি চতুস্পদ জানােয়ার পয়দা করেছেন, তোমাদের জন্যে ওতে শীত বস্ত্রের উপকরণ (সহ) আরো অনেক ধরনের উপকার রয়েছে, (সর্বোপরি) তাদের কিছু অংশ তোমরা তাে অহরিও করে থাকো,

৬. তােমরা যখন গোধূলিলগ্নে ওদের ঘরে ফিরিয়ে আনাে, আবার প্রভাতে যখন ওদের (চারণভূমিতে) নিয়ে যাও, তখন এর মাঝে তােমাদের জন্যে (নয়নাভিরাম) সৌন্দর্য উপকরণ থাকে,

৭. তোমাদের (পণ্য সামগ্রীর) বোঝও তারা (এমন দূর-দুরান্তের) শহরে (বন্দরে) নিয়ে যায়, যেখানে প্রাণান্তকর কষ্ট ব্যতিরেকে তােমরা (কোনােদিনই সেসব পণ্য নিয়ে) পৌঁছুতে পারতে না; অবশ্যই তোমাদের মালিক তোমাদের ওপর স্নেহপরায়ণ ও পরম দয়ালু,

৮. (তিনি) ঘােড়া, খচ্চর ও গাধা (সৃষ্টি করেছেন, যাতে তােমরা আরোহণ করে, (এ ছাড়া তাতে) শোভা (বর্ধনের ব্যবস্থাও রয়েছে; তিনি আরাে এমন (অনেক ধরনের জন্তু-জানােয়ার) পয়দা করেছেন, যার পরিমাণ ও উপযােগিতা) সম্পর্কে তােমরা (এখনও পর্যন্ত) কিছুই জানাে না।

বাংলা সরল আল-কুরআন  Where stories live. Discover now