৭ম সূরাঃ আল আরাফ

2 1 1
                                    

সুরা আল আ'রাফ
মক্কায় অবতীর্ণ, আয়াত ২০৬, রুকু ২৪
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে​

১. আলিফ লাম মীম ছােয়া-দ

২. (হে নবী,) এ (মহা) গ্রন্থ তােমার প্রতি নাযিল করা হয়েছে যেন তুমি এর দ্বারা (কাফেরদের) ভয় দেখাতে পারাে, ঈমানদারদের জন্যে (এটি হচ্ছে) একটি স্মরণিকা, অতএব (এ ব্যাপারে) তােমার মনে যেন কোনাে প্রকারের সংকীর্ণতা না থাকে।

৩. (হে মানুষ, এ কিতাবে) তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের কাছে যা কিছু পাঠানাে হয়েছে তােমরা তার (যথাযথ) অনুসরণ করাে এবং তা বাদ দিয়ে তােমরা অন্য কোনাে কতৃপক্ষের অনুসরণ করো না, (আসলে) তােমরা খুব কমই উপদেশ মেনে চলাে।

৪. এমন কতাে জনপদ আমি ধ্বংস করে দিয়েছি তাদের ওপর আমার আযাব আসতে যখন তারা রাতের বেলায় ঘুমিয়ে থাকতাে, কিংবা (আযাব আসতো মধ্য দিনে,) যখন তারা (আহারের পর) বিশ্রাম করতো।

৫. (আর এভাবে) যখন তাদের কাছে আমার আযাব আসতো, তখন তারা এছাড়া আর কিছুই বলতােনা যে, অবশ্যই আমরা ছিলাম যালেম।

৬. যাদের কাছে নবী পাঠানাে হয়েছিলাে অবশ্যই আমি তাদের জিজ্ঞেস করবাে, (একইভাবে) রসূলদেরও আমি প্রশ্ন করবাে (মানুষরা তাদের সাথে কি আচরণ করেছে)।

৭. অতঃপর আমি (আমার নিজস্ব) জ্ঞান দ্বারা তাদের (প্রত্যেকের) কাছে তাদের কার্যাবলী খুলে খুলে বর্ণনা করবো, (কারণ) আমি তো (সেখানে) অনুপস্থিত ছিলাম না!

৮. সেদিন (পপি-পুণ্যের) পরিমাপ ঠিকভাবেই করা হবে, (সেদিন) যাদের ওযনের পাল্লা ভারী হবে তারাই সফল হবে।

৯. আর যাদের পাল্লা সেদিন হালকা হবে, তারা (হচ্ছে এমন সব লােক, যারা নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করেছে, কারণ এরা (দুনিয়ার জীবনে) আমার আয়াতসমুহ নিয়ে বাড়াবাড়ি করতাে।

১০. আমিই তোমাদের (এই) যমীনের ওপর প্রতিষ্ঠিত করেছি, (এ জন্যে আমি তাতে তােমাদের জন্যে সব ধরনের জীবিকার ব্যবস্থাও করে দিয়েছি; কিন্তু তোমরা (আমার এ নেয়ামতের) খুব কমই শোকর আদায় করে থাকো ।

বাংলা সরল আল-কুরআন  Donde viven las historias. Descúbrelo ahora