১৯ তম সূরাঃ সুরা মারইয়াম

0 0 0
                                    

সুরা মারইয়াম

মক্কায় অবতীর্ণ আয়াত ৯৮, রুকু ৬

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে​

১. কফি-হা-ইয়া-আঈন-ছোয়াদ।।

২. (হে নবী, এ হচ্ছে) তােমার মালিকের অনুগ্রহের (কথাগুলাে) স্মরণ (কর), যা তিনি তাঁর এক অনুগত বান্দা যাকারিয়ার ওপর (প্রেরণ) করেছিলেন,

৩. যখন সে একন্তি নীরবে তার মালিককে ডাকছিলাে।

৪. সে বলেছিলাে, হে আমার মালিক, আমার (শরীরের) হড়ি দুর্বল হয়ে পড়েছে এবং (আমার) মাথা শুভ্রোজ্জ্বল হয়ে গেছে (তুমি আমার দোয়া কবুল করাে), হে আমার মালিক, আমি তো কখনাে তোমাকে ডেকে ব্যর্থ হইনি।

৫. আমার (মৃত্যুর পর) আমি আমার পেছনে পড়ে থাকা আমার ভাই বন্ধুদের (দ্বীনের ব্যাপারে) আশংকা করছি, (অপরদিকে) আমার স্ত্রীও হচ্ছে বন্ধ্যা, (সন্তান ধারণে সে সক্ষম নয়, তাই) তুমি একান্ত তােমার কাছ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান করে,

৬. যে আমার উত্তরাধিকারিত্ব করবে উত্তরাধিকত্ব করবে ইয়াকুবের বংশের, হে (আমার) মালিক, তুমি তাকে একজন সন্তষভাজন ব্যক্তি বানাও|

৭. (আল্লাহ তায়ালা বললেন,) হে যাকারিয়া, আমি তোমাকে একটি ছেলে (হওয়া)-র সুখবর দিচ্ছি, তার নাম (হবে) ইয়াহইয়া, এর আগে এ নামে আমি কোনো মানুষের নামকরণ করিনি।

৮. সে বললাে, হে আমার মালিক, আমার ছেলে হবে কিভাবে, আমার স্ত্রী তাে বন্ধ্যা এবং আমি নিজেও (এখন) বার্ধক্যের শেষ সীমানায় এসে উপনীত হয়েছি।

৯. আল্লাহ তায়ালা বললেন (হাঁ), এটা এভাবেই (হবে), তােমার মালিক বলছেন, এটা আমার জন্যে নিতান্ত সহজ কজি, আমি তো এর আগে তোমাকেও সৃষ্টি করেছিলাম (তখন) তুমিও তাে কিছু ছিলে না!

১০. সে বললাে, হে আমার মালিক, আমাকে (এ জন্যে কিছু) একটা নিদর্শন (বলে) দাও; তিনি বললেন (হাঁ), তােমার নিদর্শন হচ্ছে, (সুস্থ থেকেও) তুমি (ক্রমাগত) তিন রতি মানুষদের সাথে কোনােরকম কথাবার্তা বলবে না।

বাংলা সরল আল-কুরআন  Where stories live. Discover now