৩য় সূরাঃ সূরা আল ইমরান

9 1 1
                                    

সূরা আল ইমরান
মদীনায় অবতীর্ণ, আয়াত ২০০, রুকু ২০
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে​

১. আলিফ-লাম-মীম।

২. মহান আল্লাহ তায়ালা, তিনি ছাড়া কোনাে মা'বুদ নেই, (তিনি) চিরঞ্জীব, (তিনি) চিরস্থায়ী।

৩. তিনি সত্য (দ্বীন) সহকারে তােমার ওপর (এই) কেতাব নাযিল করেছেন, যা তোমার আগে নাযিল করা যাবতীয় কেতাবের সত্যতা স্বীকার করে। তিনি তাওরাত ও ইনজীলও নাযিল করেছেন;

৪. মানব জাতিকে (সঠিক) পথ প্রদর্শনের জন্যে ইতিপূর্বে (আল্লাহ তায়ালা আরাে কেতাব নাযিল করেছেন), তিনি (হক ও বাতিলের মধ্যে) ফয়সালা করার মানদন্ড (হিসেবে কোরআন) অবতীর্ণ করেছেন; (তা সত্ত্বেও) যারা আল্লাহ তায়ালার নিদর্শনসমূহকে অস্বীকার করবে, তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি; আল্লাহ তায়ালা অসীম মতার মালিক, তিনি চরম প্রতিশোধ গ্রহণকারীও বটে!

৫. আল্লাহ তায়ালার কাছে আকাশমালা ও ভূখন্ডের কোনাে তথ্যই গোপন নেই।

৬. তিনি তো সেই মহান সত্তা যিনি (মায়ের পেটে) শুক্রকীটে (থাকতেই) তাঁর ইচ্ছামতো তোমাদের আকৃতি গঠন। করেছেন; (আসলেই) আল্লাহ তায়ালা ছাড়া দ্বিতীয় কোনাে মা'বুদ নেই, তিনি প্রচন্ড মতাশালী এবং প্রবল প্রজ্ঞাময়।

৭. তিনিই সেই মহান সত্তা, যিনি তােমার ওপর এ কেতাব নাযিল করেছেন। (এই কেতাবে দু'ধরনের আয়াত রয়েছে), এর কিছু হচ্ছে (সুস্পষ্ট) দ্ব্যর্থহীন আয়াত, সেগুলােই হচ্ছে কেতাবের মৌলিক অংশ, (এ ছাড়া) বাকী আয়াতগুলাে হচ্ছে রূপক (বর্ণনায় বর্ণিত, মানুষের মাঝে) যাদের অন্তরে বক্রতা রয়েছে, তারা (এগুলােকে কেন্দ্র করেই নানা ধরনের) ফেতনা ফাসাদ (সৃষ্টি করে) এবং আল্লাহর কেতাবের (অপ-) ব্যাখ্যা করার উদ্দেশে এসব (রূপক) আয়াত থেকে কিছু অংশের অনুসরণ করে, (মূলত) এসব (রূপক) বিষয়ের ব্যাখ্যা আল্লাহ তায়ালা ছাড়া আর কেউই জানে না। (এ কারণেই) যাদের মধ্যে জ্ঞানের গভীরতা আছে তারা (এসব আয়াত সম্পর্কে বলে, আমরা এর ওপর ঈমান এনেছি, এগুলাে সবই তাে আমাদের মালিকের পক্ষ থেকে (আমাদের দেয়া হয়েছে। সত্য কথা হচ্ছে, আল্লাহর হেদায়াতে) প্রজ্ঞাসমজ্ঞ লােকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে থাকে।

বাংলা সরল আল-কুরআন  Where stories live. Discover now