৯ম সূরাঃ সুরা আত তাওবা

2 0 0
                                    

(এ সুরায় বিসমিল্লাহ পড়া নিষেধ)

সুরা আত তাওবা
মদীনায় অবতীর্ণ আয়াত ১২৯, রুকু ১৬​

১. (হে মুসলমানরা,) মােশরেকদের সাথে তোমরা যে (সন্ধি) চুক্তি সম্পাদন করে রেখেছিলে, আল্লাহ তায়ালা ও তাঁর রসুলের পক্ষ থেকে তোমাদের (তী থেকে অব্যাহতি রয়েছে|

২. অতঃপর (হে মােশরেকরা), তােমরা (আরে) চার মাস পর্যন্ত (এ পবিত্র) ভূখণ্ডে চলাফেরা করে নাও এবং জেনে রেখো, তােমরা কখনাে আল্লাহ তায়ালার ফয়সালা থেকে পালাতে পারবে না এবং আল্লাহ তায়ালা অবশ্যই কাফেরদের অপমানিত করবেন।

৩. (আজ) মহান হজ্জের (এ) দিনে দুনিয়ার মানুষের প্রতি আল্লাহ তায়ালা ও তাঁর রসুলের ঘােষণা (এই যে), আল্লাহ তায়ালা মােশরেকদের (সাথে চুক্তির বাধ্যবাধকতা) থেকে মুক্ত এবং (মুক্ত) তরি রসুলও; (হে মােশরেকরা,) যদি তোমরা (এখনাে) তাওবা করে তাহলে তাই হবে তোমাদের জন্যে কল্যাণকর; আর যদি তােমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখো, তোমরা কখনাে আল্লাহ তায়ালাকে হীনবল (ও অক্ষম) করতে পারবে না; (হে নবী,) যারা কুফরী করেছে তাদের তুমি এক কঠোর আযাবের সুসংবাদ দাও,

৪. তবে সেসব মোশরেকের কথা আলাদা, যাদের সাথে তোমরা চুক্তি করেছে, তারা (চুক্তি রক্ষার ব্যাপারে) এতােটুকুও ঐট করেনি না তারা কখনাে তােমাদের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য করেছে, তাদের চুক্তি তাদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অবশ্যই তোমরা মেনে চলবে; আসলেই যারা আল্লাহ তায়ালাকে ভয় করে তাদের অবশ্যই তিনি ভালােবাসেন।

৫. অতঃপর যখন (এ) নিষিদ্ধ চার মাস অতিবাহিত হয়ে যাবে, তখন মােশরেকদের তােমরা যেখানে পাবে সেখানেই তাদের হত্যা করবে, তাদের বন্দী করবে, তাদের অবরােধ করবে এবং তাদের (ধার) জন্যে তােমরা প্রতিটি ঘাঁটিতে ওঁৎ পেতে বসে থাকবে, তবে এরপরও তারা যদি তাওবা করে (দ্বীনের পথে ফিরে আসে) এবং নামায প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তােমরা তাদের পথ ছেড়ে দাও; অবশ্যই আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও বড়ো দয়াময়।

বাংলা সরল আল-কুরআন  Where stories live. Discover now