ভেদাভেদ
নগরায়ণ শহরায়ণের ফলে
ভুলে গেল প্রকৃতির হাসি
আমি চাই তবু যেন,
সরষে ফুলের হলদে নদে ভাসি!
শহরের রাত যখন,
লাইটে জ্বলজ্বল,
আমি তখন চাঁদের স্নিগ্ধতায়
দেখি দীঘির কাজল।
সকালের কুয়াশায় দেই পারি
শিশিরের তেপান্তর,
শহর তখন,
ব্যস্ততায় তৎপর!
YOU ARE READING
সরোজিনী
Poetryপ্রথম লেখালেখি। (২০১৭-বর্তমান) কাব্যগ্রন্থ [ভুল-ক্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি]
কবিতা-০৩: ভেদাভেদ
ভেদাভেদ
নগরায়ণ শহরায়ণের ফলে
ভুলে গেল প্রকৃতির হাসি
আমি চাই তবু যেন,
সরষে ফুলের হলদে নদে ভাসি!
শহরের রাত যখন,
লাইটে জ্বলজ্বল,
আমি তখন চাঁদের স্নিগ্ধতায়
দেখি দীঘির কাজল।
সকালের কুয়াশায় দেই পারি
শিশিরের তেপান্তর,
শহর তখন,
ব্যস্ততায় তৎপর!