' মহাসত্য '
সত্য বলে মরতে রাজী
নাই-বা হলাম গাজী,
রক্তে কেনা স্বাধীনতা
রক্ষা করবো আজি!গাজী না-হয় শহীদ হয়ে
বাঁঁচবো আমি জানি,
ধৃতরাষ্ট্রপুত্রের কাছে
মাথা নোয়াবো না আমি!অন্যায় মানতে হব না রাজী
হোক দিতে জান বাজি
আমি রণ-তূর্য-তাজী!জালিম এই পৃথ্বী নয়
জালিম তোরা শাসক,
তোরা তো শাসক নস্
ত্রাস সঞ্চারী শোষক!তোর জায়গা তো নরক
হাবিয়া,জাহিম,সাকার
অন্যায় করে পার পাবি না
যতদিন প্রাণ আছে আমার!আমি মানি না তোদের আইন,
আমি সত্য,জুলকার-নাইন!তুই শূন্য,
আমি পূর্ণ
মোর বাংলা হবে পরিপূর্ণ!তুই মিথ্যা,
আমি সত্যি
এটি অসীম,উদার,মহাসত্যি!
KAMU SEDANG MEMBACA
সরোজিনী
Puisiপ্রথম লেখালেখি। (২০১৭-বর্তমান) কাব্যগ্রন্থ [ভুল-ক্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি]