কবিতা-০৫ :শরৎ

25 10 0
                                    

          শরৎ

আমি এক পূর্ণতার ঋতু,
রূপ-মার্ধু্যে দেই মনে নাড়া
মুখে প্রসন্ন হাসি নিয়ে আমার আসা।

আসি হালকা চপলা ছন্দে,
মেঘ-রৌদ্রের লুকোচুরি খেলতে
কাশফুল,শিউলি আর শুভ্রতা ছড়াতে।

আমি কামিনী,মাধবী,শাপলার ফোটা,
আমি শারদ প্রভাতে বিন্দু বিন্দু শিশিরের জমে ওঠা।

আমি নৈশ নীলাকাশের রজতশুভ্র
জোছনার হাতছানি,
আমি ভুবন ভোলানো রূপ-ক্রান্তি
পৃথ্বীর বুকে একটুকরো অমরাবতী।

আমি শিশিরসিক্ত শিউলি
খুকির শেফালীমালা,
বকুল তলার বেণু-বীণার
খোঁপায় গাঁথা শিশির, অজস্র মুক্তোদানা।

আমি আশিনের রূপবন্যা
শরতের শিশিরকণা,
চলে যাব,শিউলি ঝরা পথে
ঝরিয়ে আনন্দধারা!

সরোজিনীWhere stories live. Discover now