কবিতা-১৭: বাংলার বুনিয়াদ

15 7 1
                                    

বাংলার বুনিয়াদ

স্বাধীনতা তুমি,
ভাইয়ের রক্ত
ফেব্রুয়ারির গান
স্বাধীনতা তুমি,
নিরেট সত্য
জাতীয়তাবাদের সোপান।

স্বাধীনতা তুমি,
প্রলয়োল্লাস
অগ্নিবীণার সুর
স্বাধীনতা তুমি,
অসুর নৃত্য
মানব-বিজয়-নুর।

স্বাধীনতা তুমি,
বীরের রুধি
অনাথের আর্তনাদ
স্বাধীনতা তুমি,
পশুর শিকার
মা-বোনের ফরিয়াদ।

স্বাধীনতা তুমি,
রিক্ত থালা
হাজার সিঁথির সিঁদুর
স্বাধীনতা তুমি,
ফাঁসির কাষ্ঠে
ঝুলে থাকা নির্দোষ,বেকসুর।

স্বাধীনতা তুমি,
৭ মার্চ
শেখের উত্তপ্ত ভাষণ
স্বাধীনতা তুমি,
পাক-খাকিদের বঞ্চনা
ইতিহাসখ্যাত শোষণ।

স্বাধীনতা তুমি,
বিজয় নিনাদ
২৩ বছরের প্রতিবাদ
স্বাধীনতা তুমি,
আমার অনুরাগ
বাংলার বুনিয়াদ।

সরোজিনীOnde histórias criam vida. Descubra agora