কবিতা-১০: উসুল

18 9 0
                                    

                 ' উসুল '

না হও তুমি মহাপুরুষ
সত্য টুকু বল,
সত্য দিয়ে জয় করবে তুমি
শক্তি পাহাড়-সম!

না হও তুমি জ্ঞানের সাগর
চেষ্টা করে যাবে,
তুমিই হবে 'জ্ঞানের আঁধার'
বিশ্ব-বসুধার কাছে!

না হও তুমি মহামানব
এ-ই অবনীর কাছে,
ন্যায়-নীতি আর সৎকাজে হবে
খোদা-পাক এর কাছে!

মেনে চল তুমি
'কুরআন' আর খোদা'র পাক রাসূল
ছেড়ো না তুমি
ন্যায়-নিষ্ঠ আর পাক-পবিত্র উসুল।

সরোজিনীOpowieści tętniące życiem. Odkryj je teraz