কবিতা-১২: শেষ দিন

20 11 2
                                    

' শেষ দিন '

রুদ্র, তপ্ত, দগ্ধ শহর
বহমান অগ্নি নহর
আজ নদীনালা ভরে পড়ে আছে
বিজ্ঞানের সব জহর
এ এক ভয়ঙ্কর কহর!!
এ এক ভয়ঙ্কর কহর!!

গলবে তুষার অচল
বাড়বে সাগর জল
ডুববে জগৎ
ভাসবে ভুবন
বিপন্ন জীবন নহর
এ এক ভয়ঙ্কর কহর!!
এ এক ভয়ঙ্কর কহর!!

নিঃশ্বাস আজ ভরে পড়ে আছে,
ধূলো-বালি আর কীসে?
মাটিতে আজ বিষ বুনেছে
শস্য পাব কীসে?

শিশুরা আজ জন্ম নিচ্ছে
বধির,বিকলাঙ্গ হয়ে,
সব জেনেশুনে তবুও
আমরা আছি চুপ করে!

গাছগুলো সব কেটে কেটে
ফেলছি জীব শিকর ছিড়ে,
জহর বুনে কহর পেয়ে
শেষ দিনগুলো আসছে ধেয়ে!

সরোজিনীWhere stories live. Discover now