' অভিশাপ পৃথ্বীর '
হব না তোর টাকার গোলাম
অন্য কিছুর বৈ-কী!
করবো না আমি পেট মোটা আর
মাথা ছোটটাকে সালাম!হতে পারিস্ তুই
মহাজন,আর
হতে পারে তোর যশ
কিন্তু তুই কখনোই
আমার মালিক নস্!ভাবিস্ নিজেকে শিব,
হলি নিকৃষ্ট জীব!
হক মেরে খাস্,
হাক পেরে যাস্,
তুই অভিশাপ পৃথ্বীর!
CZYTASZ
সরোজিনী
Poezjaপ্রথম লেখালেখি। (২০১৭-বর্তমান) কাব্যগ্রন্থ [ভুল-ক্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি]