কবিতা-০১: আসে নববর্ষ

50 15 3
                                    

           আসে নববর্ষ

চৈত্রের শেষে,
দিবাকর হাসে,
আসে রজনী-নিশি,
পরদিন গিয়ে
পল্লীসমাজে, আসে অবারিত প্রীতি
ছায়ানট গায়,আমি মুগ্ধ
হাসি অতীন্দ্রের হাসি,
দারিদ্র ভোজনে,আনন্দ দগ্ধ
হাসে সূর্যের হাসি।
জরা মুছিয়ে,গ্লানি ভুলিয়ে
আসে নববর্ষ,
আর,আনন্দে সিক্ত আমি
দিন-দিবা-রাত্র।

সরোজিনীحيث تعيش القصص. اكتشف الآن