কবিতা-০৪: নববর্ষ

22 11 0
                                    

নববর্ষ

আলোক প্লাবনে উদ্ভাসিত ভুবন
মুখরিত পক্ষী গীতে,
বৃক্ষে তাহার এক নূতন শিহরণ
এই নূতনের দিনে।

চৈত্রের শেষ নিশি
পার করেছি আমি
এই নূতনের আশায়,
লালপেড়ে শাড়ি গায়,
পানসিতে চরে যাই,
ও-ই বুড়িগঙ্গায়।

শঙ্খধ্বনিতে উদ্ভাসিত পৃথিবী
এক নূতনের অভিষেক,
সেই অভিষেকের অতিথি আমি
এই নববর্ষের।

সরোজিনীTempat cerita menjadi hidup. Temukan sekarang