' মা '
আকাশ কালো
মনটা ভালো
বইছে ঝড়ো হাওয়া,রিক্ত পথে
তোমার আমার
অবাধ হেঁটে চলা।সৌদামিনী চমকে ওঠে
আকাশ করে সাদা,
এই তো বুঝি চুপটি করে
চোখটি বুজে ফেলা।একলা আকাশ তাকিয়ে দেখে
মেঘবতীদের খেলা,
শুভ্র শাড়ি কালো হয়েছে
মনটি তবুও খোলা।নূপুর পায়ে হেঁটে চলে
ছোট্ট শিশু কেয়া,
ঝিন ঝিন ঝিন শব্দ করে
শান্ত মায়ের হিয়া।শিশুকন্যা দূর নয়তো
একটু কাছে,পাশেই
এমন চিন্তা,
'মা' ছাড়া আর
কোন জাতি-ই-বা করে?প্রিয় 'মা' টা তোমার আমার
সবার আছে ভাই,
'মা' হীনার মতো দুঃখী
আর তো কেউ নাই!মায়াবিনী এই মায়েরই
যত্ন নিয়ো ভাই
একবার গেলে আর কখনো
ফিরে পাবেনা,হায়!
VOUS LISEZ
সরোজিনী
Poésieপ্রথম লেখালেখি। (২০১৭-বর্তমান) কাব্যগ্রন্থ [ভুল-ক্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি]